সর্বকালের সেরা ক্যাচের দাবিদার হয়ে উঠল ওয়েস্ট ইন্ডিজ মহিলা ক্রিকেটারের ক্যাচ

সর্বকালের সেরা ক্যাচের দাবিদার হয়ে উঠল ওয়েস্ট ইন্ডিজ মহিলা ক্রিকেটারের ক্যাচ

বর্তমানে নিউজিল্যান্ডের সংঘটিত হয়েছে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২২। যেখানে ইতিমধ্যে অসাধারণ ইনিংস ও ক্যাচের প্রদর্শন আমরা দেখেছি। সেইরকমই বিশ্বমানের একটি ক্যাচ তালুবন্দি করতে দেখা গেছে ওয়েস্ট ইন্ডিজ মহিলা ক্রিকেট দলের ক্রিকেটার ডিয়েন্দ্রা ডটিন কে। মহিলা বিশ্বকাপে বুধবার ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ চলাকালীন তিনি এই ক্যাচ টি ধরেন।

এই ম্যাচের নবম ওভারের প্রথম বল টি ছিল পিচের একদম অফস্ট্যাম্পের বাইরে, যা চার মারার একেবারে উপযুক্ত ছিল এবং ইংল্যান্ডের ব্যাটসম্যান লরেন উইনফিল্ড হিল ড্রাইভ করার প্রয়াস করতে গিয়ে স্লিপ ফিল্ডার ডিয়েন্দ্রা ডটিন এর হাতে ক্যাচ দিয়ে বসেন। যে ক্যাচ টি অসাধারণ ফ্লাইং ড্রাইভ এর মাধ্যমে তিনি তালুবন্দি করেন। যে ভিডিও আইসিসি নিজে তার সোশ্যাল মিডিয়া একাউন্টে প্রকাশ করেছে।

ইনস্টাগ্রামে আইসিসি ভিডিওটি শেয়ার করে লিখেছে যে, “ডিয়েন্দ্রা ডটিন, ওয়েস্ট ইন্ডিজ তারকার এই নিখুঁত ক্যাচ হল আজকের ক্রিকেট বিশ্বকাপ ২০২২ এর এনকাউন্টার থেকে আমাদের ডায়মন্ড হ্যান্ডস মুহূর্ত!”

আরো পড়ুন- আইপিএল ২০২২ নিলাম: ১০ টি দলের সম্পূর্ণ খেলোয়াড় তালিকা

আইসিসির শেয়ার করা ভিডিও

এই ম্যাচে ৫০ ওভারে প্রথমে ব্যাট করতে নেমে ২২৫/৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ মহিলা ক্রিকেট দল। জবাবে রান তাড়া করতে নেমে ইংল্যান্ড শেষ পর্যন্ত ম্যাচটিকে টেনে নিয়ে গেলেও ২১৮ রানে অলআউট হয়ে যায় তারা। ৭ রানে ম্যাচ টি জয়ী হয় ওয়েস্ট ইন্ডিজ।

ক্রিকেট এর অন্যান্য গুরুত্বপূর্ণ খবর গুলি পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট কে ফোন করুন,

Previous articleবিশ্বের সবচেয়ে বেশি বিক্রীত স্মার্টফোন কোনটি জানেন? দেখেনিন এক নজরে
Next articleপিরামিডের আকারের ৩ গুণ বড় গ্রহাণু পাশ কাটিয়ে যাবে পৃথিবীর! কি বলছেন বিজ্ঞানীরা?
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply