টেস্ট ক্রিকেট খেলতে চায়না ভুবনেশ্বর কুমার?- জবাব দিলেন তিনি নিজে

কিছুদিন ধরেই নেট মাধ্যমে কিছু আর্টিকেল প্রকাশ পেতে থাকে যেখানে ভারতের জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার হয়তো আর টেস্ট ক্রিকেট খেলতে ইচ্ছুক নয়, এরকম বলা হতে থাকে। এই ধারণা তৈরি হয় যখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দল ঘোষিত হয় 20 জন সদস্যের দলে ভুবনেশ্বর স্থান না দেওয়ায় কিছু গুজব ছড়িয়ে পড়ে।

যদিও টুইটারে তিনি নিজেকে স্পষ্ট করেছেন ভুবনেশ্বর কুমার লিখেছেন যে, “আমি টেস্ট ক্রিকেট খেলতে না চাওয়ার বিষয়ে নিবন্ধ লেখা হয়েছে। কেবল স্পষ্ট করে বলতে চাই, আমি সবসময়ই দল নির্বাচন নির্বিশেষে তিনটি ফর্ম্যাটের জন্য নিজেকে প্রস্তুত করে রেখেছি এবং একইভাবে চালিয়ে যাব।”
“পরামর্শ – দয়া করে “source” এর উপর ভিত্তি করে আপনাদের অনুমানগুলি লিখবেন না!”

Twitter source- Bhuvneshwar Kumar

আরো পড়ুন- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: ঘোষিত হলো ভারতীয় দল। দেখে নিন 20 জনের বিস্তারিত তালিকা

ভুবনেশ্বর কে WTC ফাইনালের দলে স্থান না দেওয়ায় যদিও বিতর্ক হয়েছে। ভারতীয় দলের কিছু নতুন মুখ যেমন শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ এদেরকে সুযোগ দেওয়া হলেও অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার কে বাইরে রাখা হয়েছে। বিশেষত ইংল্যান্ডের শীতল হয় যেখানে প্রথাগতভাবে টেস্ট ম্যাচে বল সুইং করে।

শুধুমাত্র WTC ফাইনালে নয়, পরবর্তীতে সংঘটিত হওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ থেকেও তার নাম বাদ পড়েছে।

“টেস্ট ক্রিকেট খেলতে চায়না ভুবনেশ্বর কুমার?- জবাব দিলেন তিনি নিজে”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন