নাসার পর মঙ্গলের মাটি স্পর্শ করলো আরও এক মহাকাশযান

এই বছরের শুরুতেই মঙ্গল গ্রহের মাটি স্পর্শ করে ইতিহাস গড়েছিল নাসা। নাসার পার্সিভারেন্স রোভার মঙ্গলের মাটি ছোঁয়ার পর থেকে ক্রমাগত বাধা বিপত্তি ছাড়াই তার কাজ করে চলেছে। তবে এবার নাসাকে টক্কর দিচ্ছে ভারতেরই প্রতিবেশী দেশ চীন। নাসার পর মঙ্গলের মাটি স্পর্শ করেছে চীনের মহাকাশযান ঝুরং (Zhurong)। নাসার রোভারকে সমানতালে টক্কর দেবে বলেই আশা করছেন তারা।

বিশ্বের অন্যতম উন্নত ও শক্তিশালী দেশ আমেরিকার পর পুনরায় ইতিহাস গড়লো চীন। চীনের সংবাদমাধ্যমের তরফ থেকে জানানো হয়, শনিবার ভোরে মঙ্গলের মাটি স্পর্শ করেছে সৌরবিদ্যুৎ চালিত ছয় চাকার মহাকাশযান ঝুরং (Zhurong)।

CNSA (চীন ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন) জানায়, আপাতত রোভারটি ল্যান্ডারের ভিতর থাকবে। কয়েকদিন পর মঙ্গল গ্রহের উত্তরে পুরু বরফের আস্তরণ ঢাকা ইউটোপিয়া প্ল্যানেশিয় নামক জায়গাটি পর্যবেক্ষণ করতে ল্যান্ডার থেকে বেরিয়ে আসবে এই রোভারটি।

আরো পড়ুন -চীনের রকেট পৃথিবীতে আছড়ে পড়ল আজ, চীনকে দায়িত্বহীন বলে নিন্দা করল নাসা

ঝুরং (Zhurong) মহাকাশযান:
চীনের এই মহাকাশযানটির নামকরণ করা হয়েছে চীনের অগ্নিদেবতার নাম অনুসারে। ২৪০ কেজি ওজনের এই মহাকাশযান মঙ্গল গ্রহে প্রাণের সন্ধান চালাবে আগামী তিন মাস। এছাড়াও মঙ্গলের বরফ, বায়ুমণ্ডল এবং মাটির নিচে জল এর সন্ধান করবে এই রোভার।

CNSA জানিয়েছে এই অভিযানের শুরু হয় ২০ জুলাই ২০২০ সালে। যাত্রা শুরুর প্রায় ৭ মাস পর এটি গত ফেব্রুয়ারি মাসে মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে। কক্ষপথে মঙ্গল কে প্রদক্ষিণ করা কালীন এটি অনেকগুলো ছবিও পাঠায় পৃথিবীতে। এরপর ঘুরতে ঘুরতে অবতরণের জন্য নিরাপদ জায়গা বেছে নেয় এবং শনিবার ভোরে সেখানে অবতরণ করে। আগামী দিনে এই মহাকাশযান নাসার পার্সিভারেন্স রোভারকে কতটা টক্কর দেয় এখন সেটাই দেখার।

“নাসার পর মঙ্গলের মাটি স্পর্শ করলো আরও এক মহাকাশযান”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন