অবসর ভেঙে টি-টোয়েন্টি বিশ্বকাপে লাসিথ মালিঙ্গা? দেখুন বিস্তারিত

এবি ডি ভিলিয়ার্সের পর এবার লাসিথ মালিঙ্গার প্রত্যাবর্তন হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে। কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের ডিরেক্টর গ্র্যাম স্মিথ একটি বিবৃতিতে বলেছিলেন যে, আগামী 2021 টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এবি ডি ভিলিয়ার্সের কে বাছাই করা হতে পারে। ভিলিয়ার্সও আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন।

এবার শ্রীলঙ্কার ক্রিকেটে দীর্ঘদিনের অভিজ্ঞ বোলার লাসিথ মালিঙ্গা কে পুনরায় দলে নেয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। মালিঙ্গা ওয়ানডে ও টেস্ট ম্যাচ থেকে অবসর নিলেও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে এখনো অবসর নেন নি। যদিও অনেকদিন তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে রয়েছেন। কিন্তু 2021 ও 2022 সালের টি 20 বিশ্বকাপের কথা মাথায় রেখে ইয়র্কার স্পেশালিস্ট মালিঙ্গা কে পুনরায় দিতে চাইছে শ্রীলংকা।

আরো পড়ুন- দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে প্রত্যাবর্তন হবে এবি ডি ভিলিয়ার্সের। জল্পনা বাড়াবেন গ্র্যাম স্মিথ

যদিও এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। 2008 সাল থেকে লাসিথ মালিঙ্গা মুম্বাই ইন্ডিয়ান্স এর সদস্য ছিলেন। 2021 সালের আইপিএলে নিলামের আগে মালিঙ্গা কে ছেড়ে দেয় মুম্বাই। 37 বছর বয়সী এই ক্রিকেটার আইপিএলে 122 টি ম্যাচে 170 টি উইকেট নিয়েছেন। দেশের হয়ে তিনি 83 টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবং তার উইকেট সংখ্যা 107।

জাতীয় দলে ফেরার ব্যাপারে আশাবাদী মালিঙ্গা, তিনি বলেছেন খুব শীঘ্রই আমি নির্বাচকদের সঙ্গে দেখা করতে যাব এবং আমার মতো অভিজ্ঞ ক্রিকেটারের জাতীয় দলে ভূমিকা কি হবে সেটার বিষয়ে আলোচনা করব।

“অবসর ভেঙে টি-টোয়েন্টি বিশ্বকাপে লাসিথ মালিঙ্গা? দেখুন বিস্তারিত”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন