নেপালে ভূমিকম্প: কেঁপে উঠল কাঠমান্ডুর পার্শ্ববর্তী অঞ্চল

নেপালের বেশ কিছু অঞ্চল ভূমিকম্পে কেঁপে উঠলো আজ। নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ গবেষণা কেন্দ্রের তরফ থেকে জানানো হয় নেপালের ভূমিকম্প মাত্রা রিকটার স্কেলে ছিল ৫.৮।

এর আগে ইউরোপিয়ান ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রের তরফ থেকে পাওয়া খবর অনুযায়ী, নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প হয়েছে বুধবার সকালে।

নেপালের স্থানীয় সময় অনুযায়ী ভোর ৫.৩০ মিনিটে কেঁপে ওঠে নেপালের বেশ কিছু অঞ্চল। নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ১১৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূমিকম্পের কেন্দ্র বিন্দু বলে মনে করা হচ্ছে।

আরো পড়ুন-Fast and furious 9 মুক্তি পাচ্ছে 20 মে দুবাইতে। বুর্জ খালিফায় হল প্রদর্শন

ভূতত্ত্ববিদ ড. লকবিজয় অধিকারী জানান, বুধবার ভোর ৫.৪২ মিনিটে কাঠমান্ডুর উত্তর-পশ্চিমে লামজং জেলার ভুলভুলিতে ভূমিকম্পটি হয় এবং এই ভূমিকম্পের মাত্রা রিকটার স্কেলে ছিল ৫.৮।

ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর এখনো সামনে আসেনি। তবে তীব্র কম্পনে আতঙ্কিত হয়েছে এলাকার সকলেই।

মন্তব্য করুন