ফেসবুক ও রে-ব্যান একত্রে বাজারে নিয়ে এল ফেসবুক স্মার্ট গ্লাস

ফেসবুক ও রে-ব্যান একত্রে বাজারে নিয়ে এল ফেসবুক স্মার্ট গ্লাস

বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন ফেসবুক। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলির মধ্যে ফেসবুকে যতটা জনপ্রিয় চশমা তৈরিতেও ঠিক ততটাই জনপ্রিয় ব্যান্ড রে-ব্যান। এইবার এই দুটি জনপ্রিয় সংস্থা একত্রে বাজারে আনতে চলেছে তাদের প্রথম স্মার্ট গ্লাস। কি কি ফিচার থাকছে নতুন এই স্মার্টগ্লাসে চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই বলে রাখা প্রয়োজন নতুন এই চশমায় এআর থাকবে না। স্মার্টগ্লাস গুলিকে নাম দেয়া হয়েছে রে-ব্যান স্টোরিজ। চশমাটি ৩০ সেকেন্ডের সংক্ষিপ্ত ভিডিও এবং ছবি স্ক্রিনের উপরে চালাতে সক্ষম, এমনকি গান ও পডকাস্ট এর মত ফিচারগুলো যুক্ত করা হয়েছে এই স্মার্ট গ্লাসে।

রে-ব্যান এবং ফেসবুকের একত্রিত প্রয়াসে তৈরি নতুন স্মার্ট গ্লাস আপনাকে গান শোনাবে, ভিডিও দেখাবে। বর্তমানে এই স্মার্টগ্লাস বিক্রি শুরু হয়েছে বিশ্বের বিভিন্ন জায়গায়। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং ইতালির বাজারে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নতুন স্মার্ট গ্লাসে। এই চশমার দাম ২৯৯ ডলার যা ভারতীয় মূল্যে ২১,৯৭৫ টাকা। ক্রেতাদের পছন্দ অনুযায়ী ২০টিরও বেশি ভ্যারিয়েশন যুক্ত করা হয়েছে, যার মধ্যে থাকছে রে-ব্যান এর কিছু আইকনিক স্টাইল। এছাড়াও নতুন বেশ কিছু ডিজাইন যুক্ত করা হয়েছে। যাদের চোখে সমস্যা আছে তাদের কথা মাথায় রেখে পোলারাইজড, ট্রানজিশন এবং প্রেসক্রিপশন লেন্স লাগানো যাবে চশমা গুলিতে। তবে ভিন্ন লেন্সের দাম ভিন্ন ভিন্ন হবে।

এবার প্রশ্ন হল ভারতীয় বাজারে কবে আসছে ফেসবুকের নতুন এই স্মার্টগ্লাস? ফেসবুকের তরফ থেকে বা রে ব্যান এর তরফ থেকে ভারতীয় বাজারে এই গ্লাস লঞ্চের ব্যাপারে বিশেষ কোনো তথ্য জানানো হয়নি। তবে দুই সংস্থাই তাদের নতুন স্মার্ট গ্লাস নিয়ে বেশ আশাবাদী। ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গ বলেছেন এমন একটা সময় আসবে যখন মানুষ তাদের স্মার্টফোন ব্যবহার না করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও এবং গেম খেলার জন্য স্মার্ট গ্লাসের ব্যবহার করবেন।

রে-ব্যান এর স্মার্টগ্লাস গুলিতে এআর থাকছে না। ফেসবুকের নতুন স্মার্টগ্লাসে থাকছে না ফেসবুক ব্রাউজিং, গেম খেলার কোন সুবিধা। যে কারণে অনেকেই হতাশ হয়েছেন। ক্রেতারা অনেক বেশি আশা রেখেছিলেন নতুন স্মার্ট গ্লাসের উপরে। তবে বেশ কয়েকটি ফিচার যুক্ত করা হয়েছে এটিতে, যেমন ইউজাররা “হে ফেসবুক” উচারণের মাধ্যমে ফটোতে ক্লিক করতে পারবেন এবং hands-free ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে ফটো এবং ভিডিও শেয়ারের ক্ষেত্রে আলাদা প্ল্যাটফর্ম ভিউ অ্যাপ এর প্রয়োজন হবে ইউজারদের।

আরো পড়ুন-Instagram Updates: তরুণ প্রজন্মের নিরাপত্তায় যুক্ত হতে চলেছে নতুন ফিচার

স্মার্ট গ্লাস তৈরিতে ফেসবুকের এটাই প্রথম উদ্যোগ। যদিও অন্যান্য কোম্পানি যেমন গুগোল এবং অ্যামাজন তাদের স্মার্টগ্লাসে অনেক আগেই চালু করে দিয়েছে। বাজারে এই ধরনের গ্লাস গুলি উল্লেখযোগ্য ভাবে সফলতা না পেলেও বিশেষজ্ঞদের মতে আগামী দিনে এটিই হতে চলেছে ভবিষ্যৎ। তারা এও জানিয়েছেন আগামী ২০৩০ সালের মধ্যে এই ধরনের স্মার্টগ্লাস বাজার ছেয়ে যাবে।

Previous articleপিছিয়ে গেল জিওফোন নেক্সট লঞ্চের তারিখ! কবে লঞ্চ হবে?
Next articleবাতিল হয়ে গেল ভারত ইংল্যান্ড পঞ্চম টেস্ট ম্যাচ
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply