বাতিল হয়ে গেল ভারত ইংল্যান্ড পঞ্চম টেস্ট ম্যাচ

বাতিল হয়ে গেল ভারত ইংল্যান্ড পঞ্চম টেস্ট ম্যাচ

Eng Vs Ind 5th test match: বাতিল হয়ে গেল ইংল্যান্ড বনাম ভারত পঞ্চম টেস্ট ম্যাচ। বর্তমান করোনা অতিমারী পরিস্থিতির জন্য জৈব সুরক্ষা বলয়ের মধ্যে দিয়ে সম্পন্ন হচ্ছে ক্রিকেট ম্যাচ। ওভাল টেস্ট ম্যাচের মধ্যে করোনা পজিটিভ রিপোর্ট আসে ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রীর। এরপর বিধি মেনে বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ শ্রীধর ও ভারতের ফিজিও নীতিন প্যাটেল কে আইসোলেশনে রাখা হয়।

কিন্তু বুধবার ভারতের সহকারি ফিজিও ইয়োগেশ পরমার রিপোর্ট পজিটিভ আসায় ইংল্যান্ড ও ভারত দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়। শুক্রবার, ১০ সেপ্টেম্বর পঞ্চম টেস্ট ম্যাচ শুরু হওয়ার কথা ছিল কিন্তু ম্যাচ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে এই টেস্ট ম্যাচ বাতিল ঘোষণা করা হয়।

টুইটারে বিসিসিআই লিখেছে, “বিসিসিআই এবং ইসিবি ম্যাচ খেলার উপায় খুঁজতে বেশ কয়েক দফা আলোচনায় বসেছিল, তবে, ভারতীয় দলে কোভিড-১৯ এর প্রাদুর্ভাব ওল্ড ট্রাফোর্ড টেস্ট বাতিল করার সিদ্ধান্তকে বাধ্য করেছে।” তবে দর্শকদের হতাশ না করে বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে, এই টেস্ট ম্যাচ বর্তমানে বাতিল হলেও পরবর্তী সময়ে এটি আয়োজন করা হবে। দুই দেশের সময়সূচি বিবেচনা করে এই পঞ্চম টেস্ট ম্যাচের তারিখ পুনঃনির্ধারিত করা হবে। বর্তমানে চারটি টেস্ট ম্যাচ সম্পন্ন হয়েছে যেখানে ভারত ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে রয়েছে। ১৪ বছর পর আবারও ভারতের সামনে সুযোগ এসেছে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জয় করার।

আরো পড়ুন- টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ ভারতীয় দল ঘোষিত হল

Twitter source- bcci

Previous articleফেসবুক ও রে-ব্যান একত্রে বাজারে নিয়ে এল ফেসবুক স্মার্ট গ্লাস
Next articleচন্দ্রযান-২ এর চোখে ধরা পড়লো সূর্যের অভ্যন্তরের মহাপ্রলয়! কি বলছেন গবেষকরা
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply