বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের প্রথম অনুভূতি শেয়ার করলো ভারত ইংল্যান্ডের খেলোয়ারেরা

ভারত ইংল্যান্ড পিঙ্ক বল টেস্ট

ভারত ইংল্যান্ড পিঙ্ক বল টেস্ট:-

বুধবার অর্থাৎ ২৪ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ, যা হবে দিন ও রাতের। ভারতীয় সময় দুপুর ২.৩০ শুরু হবে তৃতীয় টেস্ট। আর এই টেস্ট ম্যাচের আয়োজন করা হয়েছে আমেদাবাদের নতুন স্টেডিয়ামে, যা বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম বর্তমানে।

আমেদাবাদ স্টেডিয়ামের দশক আসন সংখ্যা- ১,১০০০০

আমেদাবাদ স্টেডিয়াম প্রবেশের পর প্রত্যেকটি খেলোয়াড়রা নিজেদের অনুভূতি তাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে নিচে তাদের মধ্যে কিছু খেলোয়াড়দের শেয়ার করা ছবি দেওয়া হল।

১. চেতেশ্বর পুজারা:- “মোতেরা স্টেডিয়ামে খেলার জন্য আমি উৎসুক, অভিনন্দন জানাই মি: জয় শাহ ও জি.সি.এ মোতেরা টিমকে অসাধারণ স্টেডিয়াম তৈরি করার জন্য”।

Twitter source @cheteshwar1 (Cheteshwar Pujara)

২. মায়ানক আগারওয়াল:- “বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে গোলাপি বলের টেস্টে প্রস্তুতি নেওয়ার সাথে সাথে দিনদিন উত্তেজনার মাত্রা বাড়ছে”।

Twitter source @mayankcricket (Mayank Agarwal)

৩. স্টুয়ার্ট ব্রড:-

Twitter source @StuartBroad8 (Stuart Broad)

৪. হার্দিক পান্ডিয়া:-

Twitter source @hardikpandya7 (Hardik Pandya)

৫. ঋষভ পন্থ:-

Twitter source @RishabhPant17 (Rishabh Pant)

Previous article১০ লক্ষ বছরের পুরানো ম্যামথের DNA-এর হদিশ, উন্মোচন ঘটবে প্রাচীন রহস্যের
Next article২০২১ সালের আসন্ন ৫ টি সেরা হিন্দি সিনেমা
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply