১০ লক্ষ বছরের পুরানো ম্যামথের DNA-এর হদিশ, উন্মোচন ঘটবে প্রাচীন রহস্যের

১০ লক্ষ বছরের পুরানো ম্যামথের DNA-এর হদিশ

প্রায় ১০ থেকে ১২ লক্ষ বছরেরও বেশি প্রাচীন এক প্রাণীর DNA-এর হদিশ পেলেন গবেষকরা। গবেষকদের মতে এই DNA পৃথিবীতে বসবাসকারী দানবাকৃতি প্রাণী ম্যামথের DNA। এই আবিষ্কার আগামীদিনে প্রাচীন পৃথিবীর নতুন রহস্য উন্মোচনের সহায়তা করবে।

১০ লক্ষ বছরের পুরানো ম্যামথের DNA-এর হদিশ

অকল্পনীয় এই আবিষ্কারের গবেষণাপত্র সম্পর্কে বিস্তারিত জানায় আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল ‘নেচার’। সেখানে জানানো হয় ১০ লক্ষ বছরের পুরনো এই ম্যামথ-এর DNA টির খোঁজ পাওয়ার আগে একটি ঘোড়ার DNA-এর খোঁজ পাওয়া গিয়েছিল। যেটি ৯ লক্ষ বছরের পুরানো DNA ছিল। তার থেকেও পুরানো এই আবিষ্কার ১০ লক্ষ বছর আগে পৃথিবীতে ম্যামথের উপস্থিতির প্রমাণ দেয়।

আরো পড়ুন – পৃথিবীর বুক থেকে ডাইনোসরদের হারিয়ে যাওয়ার আসল কারণ খুঁজে পেলেন গবেষকরা

কোথা থেকে আবিষ্কৃত হয়েছে
প্রায় ১০ লক্ষ বছরের বেশি পুরানো এই ম্যামথের DNA টি খুঁজে পাওয়া গেছে সাইবেরিয়া থেকে। এর পূর্বে আবিষ্কৃত ৯ লক্ষ বছরের পুরনো ঘোড়ার DNA টি আবিষ্কার করা হয়েছিল ঠান্ডায় জমে যাওয়া একটি ঘোড়ার জীবাশ্ম থেকে। এই DNA আবিষ্কারের পর গবেষকরা দাবি করেছেন এই ম্যামথরা ঘুরে বেড়াতো বর্তমানে যেটি উত্তর আমেরিকা নামে পরিচিত সেখানেই।

গবেষকরা বলেন এই ম্যামথরা যখন পৃথিবীতে বিরাজমান ছিল তখন পৃথিবীতে চলছিল তুষার যুগ। তুষার যুগ চলাকালীন সেই মারাত্মক ঠান্ডাও সহ্য করার ক্ষমতা ছিল ম্যামথদের। গবেষকদের নতুন এই আবিষ্কার আগামী দিনে এই বৃহদাকার প্রাণীদের জন্মের রহস্য খুঁজে বার করে আনতে সাহায্য করবে। গবেষকরা জানান ৩টে DNA জীবাশ্ম গুলি থেকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুটির নাম- ক্রোস্তোভকাআদিচা যা আজ থেকে ১০ লক্ষ বছর আগে বিচরণ করত পৃথিবীতে। এবং তৃতীয় টির নাম- চুকচিয়া যার বিচরণ কাল ছিল ৫ থেকে ৮ লক্ষ বছর আগে।

Previous articleপৃথিবীর বুক থেকে ডাইনোসরদের হারিয়ে যাওয়ার আসল কারণ খুঁজে পেলেন গবেষকরা
Next articleবিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের প্রথম অনুভূতি শেয়ার করলো ভারত ইংল্যান্ডের খেলোয়ারেরা
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply