Unacademy এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন কিংবদন্তি এই ক্রিকেটার

Unacademy এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন কিংবদন্তি এই ক্রিকেটার

বেঙ্গালুরুতে অবস্থিত লেখাপড়া বিষয়ক অনলাইন কম্পানি Unacademy বর্তমানে যথেষ্ট প্রচলিত। ৬ বছর আগে তৈরি হওয়া ওয়েবসাইট যার বর্তমান বার্ষিক আয় ১১.১৫ মিলিয়ন আমেরিকান ডলার।

এবার Unacademy তেই বিনিয়োগ করলেন ভারতীয় ক্রিকেটের মাস্টার ব্লাস্টার শচীন রমেশ টেন্ডুলকার বিনিয়োগের পাশাপাশি শচীন টেন্ডুলকার Unacademy এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন।

Unacademy তে মূলত অনলাইন ক্লাস করানো হয়, তাদের একটি ইউটিউব চ্যানেলও আছে। শচীন টেন্ডুলকার নিজে তার টুইটার অ্যাকাউন্টে এই খবরটি প্রকাশ করেছেন। বাণিজ্যিক মুখপাত্রের কাজ ছাড়াও শচীন টেন্ডুলকার তাঁর ২৪ বছরের ক্রিকেটের জীবনের ওঠানামার কথা শেয়ার করবে ভিডিওর মাধ্যমে। Unacademy তে অনলাইন ক্লাস শুরু হওয়ার আগে বা পরে ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করার জন্য এরকম ভিডিও বা লেকচার দেখানো হবে।

আরো পড়ুন- ১০ লক্ষ বছরের পুরানো ম্যামথের DNA-এর হদিশ, উন্মোচন ঘটবে প্রাচীন রহস্যের

Twitter source- @sachin_rt (Sachin Tendulkar)

Previous article২০২১ সালের আসন্ন ৫ টি সেরা হিন্দি সিনেমা
Next articleMars 2020 perseverance rover-এর লাল গ্রহে অবতরণ এর ভিডিও শেয়ার করলো নাসা
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply