Mars 2020 perseverance rover-এর লাল গ্রহে অবতরণ এর ভিডিও শেয়ার করলো নাসা

Mars 2020 perseverance rover-এর লাল গ্রহে অবতরণ

আমেরিকায় অবস্থিত অন্যতম মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা কিছুদিন আগেই মঙ্গলের মহাকাশযানের অবতরণের সুখবরটি সমগ্র বিশ্ব বাসিকে জানায়। আর লালগ্রহে সেই মহাকাশযানটির অবতরণের ভিডিওটি সম্প্রতি নাসার তরফ থেকে ইন্টারনেটে প্রকাশ করা হয়েছে। মঙ্গল গ্রহে পাঠানো perseverance roverএর অবতরণের ভিডিওটি শেয়ার করেছে নাসা। আর সেই ভিডিওতে ধরা পড়েছে রোভার টির প্যারাসুট এর সাহায্যে মঙ্গলের লালমাটি ছোঁয়ার দৃশ্যটি

mars mission india

নাসা আজ থেকে প্রায় ৭ মাস আগে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে তাদের perseverance rover লঞ্চ করে, যেটি গত ১৯শে ফেব্রুয়ারি মঙ্গলের মাটি স্পর্শ করেছে। সমস্ত বাঁধা কাটিয়ে এই মাটি স্পর্শ করার আগ মুহূর্তের কয়েক সেকেন্ডের ভিডিও নাসা তাদের ইনস্টাগ্রামে প্রকাশ করে।

আরো পড়ুন – পৃথিবীর বুক থেকে ডাইনোসরদের হারিয়ে যাওয়ার আসল কারণ খুঁজে পেলেন গবেষকরা

রোভার টি মঙ্গলে অবতরণের পর এটিতে থাকা মোট ২৫টি ক্যামেরা দিয়ে অনেকগুলি ছবি সংগ্রহ করে ফেলে, যার মধ্যে কয়েকটি ছবি নাসা ইতিমধ্যে শেয়ার করেছেন ইন্টারনেটে।

Mars 2020 perseverance rover-এর লাল গ্রহে অবতরণ

এবার আসা যাক এই রোভারটির মঙ্গলে অবতরণ এর দিকে, এটি মঙ্গলপৃষ্ঠে থেকে কিছু উপরে থাকা কালীন এতে থাকা চাকা গুলি বাইরে বেরিয়ে আসে। সেই মুহূর্তে এটির গতিবেগ ছিল ২০ হাজার কিলোমিটার প্রতি ঘন্টায়। এর পর মুহূর্তেই ছিল সবচেয়ে কঠিন মুহূর্ত, যেখানে এটি গতি কমানোর জন্য ব্যবহার করে ৭০ ফুট ব্যাসের একটি প্যারাশুট। যেটি মাত্র ১৮ বাই ২৬ ইঞ্চি জায়গা জুড়ে ছিল রোভার টির ভিতরে। নাসা দ্বারা শেয়ার করা ভিডিও অনুযায়ী সেই মুহূর্তে রোভারটি পৃষ্ঠদেশ থেকে মাত্র ২০ মিটার উচ্চতায় ছিল এবং এরপরেই এটির আটটি চাকা বেরিয়ে আসে এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এটি মঙ্গলের বুকে প্রচন্ড ধুলো উড়িয়ে অবতরণ করে।

মঙ্গল যানটি লালগ্রহে পাঠানোর উদ্দেশ্য সম্পর্কে বিজ্ঞানীরা জানান, এটি মঙ্গল গ্রহে থাকার কার্বন-ডাই-অক্সাইড থেকে অক্সিজেন তৈরি করবে এবং সাথেই লাল গ্রহে জল ও মাটির নিচে থাকা কোন প্রাণীর ইঙ্গিত পাওয়া যায় কিনা তা খুঁজে বার করার চেষ্টা চালাবে আগামী ৯ থেকে ১০ বছর পর্যন্ত।

Previous articleUnacademy এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন কিংবদন্তি এই ক্রিকেটার
Next articleনিয়ান্ডারথালদের পৃথিবী থেকে বিলুপ্তির কারণ খুঁজে পেলেন গবেষকরা
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

2 COMMENTS

Leave a Reply