নিয়ান্ডারথালদের পৃথিবী থেকে বিলুপ্তির কারণ খুঁজে পেলেন গবেষকরা

আমাদের পৃথিবী সূচনা থেকেই এরকম ছিল না। বহু প্রজাতির বিলুপ্তি , বিবর্তনের মধ্যে দিয়ে আজ পৃথিবী বর্তমানে এসে দাড়িয়েছে। যেখানে আমরা অর্থাৎ মানুষেরা বর্তমানে এসে পৌঁছেছি আদিম মানুষের বিভিন্ন প্রজাতিগুলোর মধ্যে বিবর্তনের মাধ্যমে। আর এই বিবর্তনের মাঝে সবচেয়ে গুরত্বপূর্ণ প্রজাতিটি ছিল নিয়ান্ডারথাল (Nearderthal)। তবে এই প্রজাতিটি হটাতই পৃথিবী থেকে হারিয়ে যায়। যার কারণ নিয়ে গবেষনা চলছিল অনেক আগে থেকেই। এবার সম্প্রতি গবেষকরা এই প্রজাতির বিলুপ্তির পিছনের কারণটির সঠিক ব্যাখ্যা দেওয়ার দাবি করেছেন।

নিয়ান্ডারথালদের পৃথিবী থেকে বিলুপ্তির কারণ

গবেষকরা জানান পৃথিবী থেকে আদিম মানব প্রজাতি নিয়ান্ডারথালদের বিলুপ্তির জন্যে দায়ী ছিল পৃথিবীর দুই মেরু, অর্থাৎ উত্তর ও দক্ষিণ। এই দুই মেরুর প্রান্ত বদলের কারণে আদিম মানবের এই প্রজাতি বিলুপ্ত হয়ে যায়।

আরো পড়ুন-Mars 2020 perseverance rover-এর লাল গ্রহে অবতরণ এর ভিডিও শেয়ার করলো নাসা

প্রসঙ্গত বলে রাখা প্রয়োজন বর্তমানে পৃথিবীর দুই মেরুর চৌম্বক ক্ষেত্রের ক্ষমতা ধীরে ধীরে কমে যাচ্ছে। যে কারণে পূর্বে ঘটে যাওয়া ঘটনার পুনাবৃত্তির সম্ভাবনাকে গবেষকরা একেবারে উড়িয়ে দিতে পারছেন না।

পৃথিবীর এই চৌম্বক ক্ষেত্রই গ্রহের ভারসাম্য, জীবজগৎ সহ সমস্ত কিছুকেই টিকিয়ে রেখেছে। যে কারণে এটি বদলে যাওয়ার অর্থ সম্পূর্ণ গ্রহের উপর তার প্রভাব পরা। যেটি সেই সময়কালে বহু প্রজাতির বিলুপ্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।

নিয়ান্ডারথাল সম্পর্কে গবেষকরা বলেছে, এটি মানুষের বর্তমান প্রজাতির সাথে বেশ সামঞ্জস্য পুরনো ছিল। এই আদিম প্রজাতিটির ফসিল জার্মানির নিয়ান্ডারথাল অঞ্চলে ১৮৫৬ সালে প্রথম আবিষ্কার করা হয়। গবেষণায় জানা গিয়েছে এটির DNA এর সাথে আমাদের মিল রয়েছে অনেকটাই। তবে ইউরোপ ও এশিয়ার বসবাসকারী নিয়ান্ডারথালদের বিলুপ্তির পিছনে সঠিক কারণটা আজও গবেষকদের অজানা।

Leave a Reply