IPL 2021 auction: সবচেয়ে দামি খেলোয়ারদের তালিকা

আইপিএল ২০২১ খবর:- সদ্য সমাপ্ত হয়েছে আইপিএল ২০২১ এর নিলাম, কোন খেলোয়াররা সবচেয়ে বেশি দাম পেল তাদের কিছু বিবরণ নিচে দেওয়া হল।

আইপিএল ২০২১ সবচেয়ে দামি খেলোয়াড়দের তালিকা

১. ক্রিস মরিস (দক্ষিণ আফ্রিকা):-দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার বোলার ব্যাটসম্যান ক্রিস মরিস আইপিএল ২০২১ নিলামের সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছেন।

বিক্রিত মূল্য:- ১৬.২৫ কোটি

আইপিএল দল:- রাজস্থান রয়েলস (RR)

২. কাইল জেমিসন (নিউজিল্যান্ড):-
নিউজিল্যান্ডের ২৬ বছর বয়সী এই ফাস্ট বোলার এবার আইপিএলে অভিষেক হবে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে।

বিক্রিত মূল্য:- ১৫ কোটি

আইপিএল দল:- রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)

৩. গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া):-
অস্ট্রেলিয়ার বিধ্বংসী এই ব্যাটসম্যানের আইপিএল ফর্ম খারাপ যাচ্ছে শেষ ২ বছর। কিন্তু তবুও এবার ম্যাক্সওয়েল কে তৃতীয় সর্বোচ্চ দামে কিনল RCB।

বিক্রিত মূল্য:- ১৪.২৫ কোটি

আইপিএল দল:- রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)

আরো পড়ুন- বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের প্রথম অনুভূতি শেয়ার করলো ভারত ইংল্যান্ডের খেলোয়ারেরা

৪. জিজে রিচার্ডসন (অস্ট্রেলিয়া):-
অস্ট্রেলিয়ার এই ফাস্ট বোলার এবার প্রথমবার আইপিএলে খেলবেন পাঞ্জাব কিংসের হয়ে।

বিক্রিত মূল্য:- ১৪ কোটি

আইপিএল দল:- পাঞ্জাব কিংস (PK)

৫. কৃষ্ণাপ্পা গৌতম (ভারত):-
কণ্টাকারি স্পিনার অলরাউন্ডার ভারতীয় খেলার সর্বোচ্চ মূল্য পেয়েছেন এবার তিনি চেন্নাইয়ের হয়ে আইপিএলে মাঠে নামবেন।

বিক্রিত মূল্য:- ৯.২৫ কোটি

আইপিএল দল:- চেন্নাই সুপার কিংস (CSK)

৬. রিলে মেরিডিস (অস্ট্রেলিয়া):-
জাতীয় দলে এখনো সুযোগ না পেলেও অস্ট্রেলিয়ার এই ফাস্ট বোলার আইপিএলে ষষ্ঠ সর্বোচ্চ মূল্য পেয়েছেন।

বিক্রিত মূল্য:- ৮ কোটি

আইপিএল দল:- পাঞ্জাব কিংস (PK)

মন্তব্য করুন