Whatsapp-এর নতুন আপডেট, থাকছে লগআউটের সুবিধা

Whatsapp-এর নতুন আপডেট

স্মার্টফোন ব্যবহারকারীদের প্রায় প্রত্যেকেই প্রতিদিন যে সকল অ্যাপ্লিকেশনগুলি নিয়মিত ব্যবহার করেন সেগুলির মধ্যে অন্যতম অ্যাপ্লিকেশনটি হল হোয়াটসঅ্যাপ (Whatsapp)। আর বেশ কিছুদিন ধরে শুরু হওয়া হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের প্রাইভেসি পলিসি বিতর্কের কারণে অনেকেই এই অ্যাপ্লিকেশনটির ব্যবহার কমিয়ে দিয়ে ঝুঁকছেন বিকল্প অ্যাপগুলোর দিকে। যে কারণে হোয়াটসঅ্যাপ তাদের ব্যবহারকারী হারানোর হাত থেকে বাঁচতে আনছে নতুন নতুন আপডেট, যার মধ্যে লগআউটের ফিচারও যোগ করতে চলেছে হোয়াটসঅ্যাপ

Whatsapp-এর নতুন আপডেট

হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত নতুন নতুন আপডেট গুলি নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে। যেমন কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপ তাদের ডিজঅ্যাপিয়ারিং মেসেজ এবং পেমেন্ট এর নতুন ফিচার গুলো যুক্ত করে। কিছুদিন ধরেই তাদের পলিসি নিয়ে চলা বিতর্কের কারণেই অনেক ব্যবহারকারীদের হারায় হোয়াটসঅ্যাপ, যা বন্ধ করবার জন্য মরিয়া হয়ে ওঠে তারা। যে কারণেই এই লগআউটের ফিচার যুক্ত করতে চলেছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপের লগআউটের ফিচারটির জন্য অনেক আগে থেকেই আবেদন জানিয়েছিলেন এই অ্যাপটির ব্যবহারকারীরা। তবে এই ফিচারটি এতদিন উপলব্ধ ছিলনা। কেবল অ্যাপটি ডিলিট করাই একমাত্র উপায় ছিল। যে কারনে নতুন এ ফিচারটি বেশ কার্যকরী হবে এবং ব্যবহারকারীদের পুনরায় ফিরিয়ে আনতে সাহায্য করবে হোয়াটসঅ্যাপকে।

আরো পড়ুন – Tumpa sona song writer / singer name বাংলা

হোয়াটসঅ্যাপের বিটা ভার্সনটি তে ইতিমধ্যেই এই লগআউটের ফিচার যুক্ত করা হয়েছে, যা পরবর্তী মেন আপডেতে অ্যাপটিতে যুক্ত হতে পারে। এমনটাও জানা গিয়েছে যে এই ফিচারটি হোয়াটসঅ্যাপের মেসেঞ্জার ও বিজনেসের দুটি ভার্সনে উপলব্ধ থাকবে। লগআউটের অপশনটি অ্যাপটিতে যুক্ত হলে পুরানো অ্যাকাউন্ট ডিলিট অপশন টি তুলে নেওয়া হবে।

বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে পাওয়া খবর অনুযায়ী হোয়াটসঅ্যাপে multi-device সাপোর্টও পাওয়া যাবে। যার ফলে একটি অ্যাকাউন্ট একাধিক ফোনে ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। যদিও হোয়াটসঅ্যাপের তরফ থেকে অফিশিয়ালি কিছু জানানো হয়নি। ভবিষ্যতের কথা মাথায় রেখে আরো অনেক পরিবর্তন আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। সেই পরিবর্তন গুলি কি কি হবে তা সময়ের সাথে সাথেই জানা যাবে।

Previous articleIPL 2021 auction: সবচেয়ে দামি খেলোয়ারদের তালিকা
Next articleKRAFTON-এর নতুন মোবাইল গেম PUBG NEW STATE, প্রকাশ পেলো ট্রেলার ও ফিচারস গুলি
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।