ফ্রি ফায়ারে চলছে one punch man event
বর্তমানে ফ্রী ফায়ার ব্যাটেল রয়েল গেমে চলছে আকর্ষণীয় ইভেন্ট। সম্প্রতি জাপানী অ্যানিমি হিরো সিরিজ এর সাথে সংযুক্ত হয়ে একটি ইভেন্ট করছে ফ্রি ফায়ার। এই ইভেন্টের নাম ফায়ার পাঞ্চ (fire punch)। গ্যারিনা ফ্রি ফায়ার গেমে সারা বছর জুড়ে অনেক নতুন নতুন ইভেন্ট আসে। এ বছর জানুয়ারি মাসের এই ইভেন্টে সেরকমই একটি আকর্ষণীয় ইভেন্ট।
ফ্রি ফায়ার গেমের মধ্যে এই ফায়ার পাঞ্চ ইভেন্টটি এসেছে এই মাসের 15 তারিখে। আর এই ইভেন্টটি শেষ হবে এই মাসের 27 তারিখ। অর্থাৎ 15 জানুয়ারি থেকে 27 জানুয়ারি পর্যন্ত। 12 দিনের এই ইভেন্টেটি আকর্ষণীয় ইভেন্ট হয়ে দাঁড়িয়েছে গেমারদের কাছে। ইভেন্টটি খেলে পাওয়া যাচ্ছে ফ্রিতে দারুন দারুন পুরষ্কার।
কিভাবে পাওয়া যাবে ফ্রিতে পুরস্কার



এই ইভেন্টে খেলার জন্য গেমারদের গেমটি খুলে ডান দিকে উপরে থাকা ফায়ার পাঞ্চ আইকনটিতে ক্লিক করতে হবে। এখানে প্রত্যেক দিনের কিছু tasks দেওয়া থাকবে সেগুলো রোজ খেলে পূরণ করলে কিছু টিকিট পাওয়া যাবে। এই টিকিটগুলো দিয়েই নানা রকম পুরস্কার পাওয়া যাবে।
আরও পরুন – Free fire গেমের নতুন pet বিস্টন। কেমন এর ক্ষমতা
সম্পূর্ণ ফ্রি-তে এক দুই এবং তিন তিনটি স্তরে পুরস্কার সংগ্রহ করতে পারবে গেমাররা। প্রত্যেকটি one-punch reward পাওয়ার জন্য দুটি করে টিকিট ব্যবহার করতে হবে।



Level 3 তে যেই যেই chests rewards বা পুরস্কার পাওয়া যাবে সেগুলো হল – Cutie Bubbles (head), cutie bubbles (top), cutie bubbles ( bottom), cutie bubbles (shoes), genos backpack. এই পুরস্কার গুলি টাইম লিমিটেড এবং পার্মানেন্ট দুটি ভাবেই পাওয়া যাচ্ছে।
Level 2 তে যে যে chests rewards গুলো পাওয়া যাচ্ছে সেগুলো হল – one punch man avatar, weapon royale voucher, bounty token, cutie bubble ( head), ( shoes), summon airdrop, resupply map, supply crate, leg pocket ইত্যাদি।
Level 1 এ one punch man banner, bounty token এবং summon airdrop এগুলি পাওয়া যাচ্ছে।
23 শে জানুয়ারি পাওয়া যাবে log in reward
এছাড়া ফ্রী ফায়ার দিচ্ছে log in rewards. আগামী 23 শে জানুয়ারি log র করলে one punch man লুট বক্স পাওয়া যাবে।
[…] আরও পড়ুন – ফ্রি ফায়ারে চলছে one punch man even… […]