ইংল্যান্ড সিরিজের জন্য ঘোষিত হল ভারতীয় দল ও খেলার সময় সূচি

ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ 2021

খবর সূত্র বিসিসিআই: অস্ট্রেলিয়া সফরে দুর্দান্ত টেস্ট সিরিজ 2-1 ব্যবধানে জয়ের পর ভারতে চালু হওয়া ইংল্যান্ড টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিসিআই। বিসিসিআই তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এই সংবাদ প্রকাশিত করেছে। 

ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ 2021

প্রথম দুটি টেস্টের জন্য ঘোষিত ভারতীয় দল

বিরাট কোহলি (অধিনায়ক)

রোহিত শর্মা

মায়াঙ্ক আগরওয়াল

শুভমান গিল

চেতেশ্বর পুজারা

অজিংক্য রাহানে (সহ-অধিনায়ক)

কে-এল রাহুল

হার্ডিক পান্ড্য

ঋষভ পান্ত (উইকেট কিপার)

ঋদ্ধিমান সাহা (উইকেট কিপার)

আর আশ্বিন

কুলদীপ যাদব

আক্সার প্যাটেল

ওয়াশিংটন সুন্দর

ইশান্ত শর্মা

জসপ্রিত বুমরাহ

মোঃ সিরাজ

শারদুল ঠাকুর

স্ট্যান্ডবাই খেলোয়াড়:

কে এস ভারত

অভিমন্যু ইশ্বরেন

শাহবাজ নাদিম

রাহুল চাহার

প্রিয়ঙ্ক পঞ্চাল

নেট বোলার:

অঙ্কিত রাজপুত

আবেশ খান

সন্দীপ ওয়ারিয়র

কৃষ্ণপ্পা গৌতম

সৌরভ কুমার

ভারতে ইংল্যান্ড টেস্ট সিরিজ 2021

আরো পড়ুন- জিও ফোনে কি পাবজি মোবাইল খেলা সম্ভব?

এই সফরে ভারতীয় দলে ছুটিতে থাকা বিরাট কোহলি ও চোট থেকে সুস্থ হয়ে ওঠা ইশান শর্মার প্রত্যাবর্তন ঘটেছে। এছাড়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে আঘাত পাওয়ার জন্য না খেলতে পারা রবি অশ্বিন, জসপ্রিত বুমরা সহ কে-এল-রাহুল,  হার্দিক পান্ডিয়ার প্রত্যাবর্তন করেছে ইংল্যান্ড সফরে।

ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ 2021 সময় সূচি
তারিখ খেলাস্থান
1৫-৯ই ফেব্রুয়ারি১ম টেস্ট ম্যাচ চেন্নাই
2১৩-১৭ই  ফেব্রুয়ারি২ম টেস্ট ম্যাচ চেন্নাই
3২৪-২৮ই  ফেব্রুয়ারি ৩ম টেস্ট ম্যাচ আমেদাবাদ
4৪-৮ই মার্চ৪ম টেস্ট ম্যাচ আমেদাবাদ

Previous articleআইপিএল 2021: Retained and Released খেলোয়ারদের তালিকা প্রকাশ করল সমস্ত দল গুলি
Next articleফ্রি ফায়ারে চলছে one punch man event. 23 শে জানুয়ারি পাওয়া যাবে log in reward
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।