WhatsApp এ গিফটের অফার। ভুলে ফাঁদে পা দেবেন না

হোয়াটসঅ্যাপে বিভিন্ন জনপ্রিয় অনলাইন শপিং ওয়েবসাইট থেকে গিফটের অফার পাননি হয়তো খুব কম লোকই আছে। কিন্তু বাস্তবে এগুলি সবই ভুয়ো প্রতারণামূলক ওয়েবসাইটের লিংক।

বিভিন্ন সময়ে আপনার হোয়াটসঅ্যাপে আমাজন, ফ্লিপকার্ট, স্ন্যাপডিলের মত শপিং ওয়েবসাইট গুলো থেকে অফারের লিংক আপনার বন্ধু বান্ধব থেকে শেয়ার হয়ে আপনার কাছে আসে। যেখানে হুবহু একই নাম, লোগো, সাইটের ডিজাইন করা হয় বোঝার উপায় নেই যে এটি আসল না নকল।

লিংক ক্লিক করার পর বিভিন্ন গেজেট সমৃদ্ধ একটি স্পিন চোরকি আসে, যার উপর ক্লিক করে সম্পূর্ণ স্পিন হওয়ার পর যেকোনো একটি গিফট আপনি যেতেন। অফারের মধ্যে মোবাইল, ঘড়ি, টিভি, ফ্রিজ ইত্যাদি আকর্ষণীয় জিনিস থাকে।

পুরস্কারটি জেতার পর একটি ফ্রম আপনার সামনে আসে। যেখানে নাম, নম্বর, বয়স, লিঙ্গ ও বাসস্থান জানতে চাওয়া হয়। এর সঙ্গে আপনাকে বলা হয় যে পুরস্কারটি পাওয়ার জন্য এই লিংকটিকে ১৫ জন বন্ধুকে শেয়ার করতে হবে।

আরো পড়ুন- সাইরাস মিস্ত্রি কে সরানো সঠিক। সর্বোচ্চ আদালতে জয় টাটা গোষ্ঠীর

দর্শকদের সবার উদ্দেশ্যে বলে রাখা হচ্ছে এই সমস্ত সব লিংক ভুয়ো। অনলাইন সাইবার প্রতারণামূলক কাজকর্ম করা হয় এই সমস্ত ওয়েবসাইটের মাধ্যমে। অফারের লিংকের মাধ্যমে যে নাম-ঠিকানা নেওয়া হচ্ছে সেগুলো সংগ্রহ করে আপনার নাম ব্যবহার করে অনৈতিক কাজ কর্ম করা হতে পারে। এছাড়া বিভিন্ন ম্যালওয়্যার ব্যবহার করা হতে পারে এই সমস্ত সাইটে, যেগুলি আপনার মোবাইলে প্রবেশ করিয়ে অনলাইন ব্যাংকিং জালিয়াতিও হতে পারে।

সুতরাং সাবধান হোন ও অপরকেও সাবধান করুন। এই ধরনের লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না, বন্ধুবান্ধব যদি শেয়ার করেও তাদেরকে সচেতন করুন। আমাজন বা ফ্লিপকার্ট কোনো কোম্পানি এই ধরনের অফার পরিচালনা করেন না। যে কোন ধরনের সেল বা চলতি অফার তাদের অফিশিয়াল ওয়েবসাইটে লঞ্চ করা হয়।

মন্তব্য করুন