iOS, iPadOS ব্যবহারকারীদের জন্য সুখবর, ইউটিউবে আসতে চলেছে ‘পিকচার-ইন-পিকচার’ সাপোর্ট

২০২১ সালে দাঁড়িয়ে ইউটিউব ব্যবহার করেন না বা ইউটিউবে ভিডিও দেখেন না এমন মানুষ খুব কমই আছেন। আর ইউটিউবে গান শোনাটা প্রায় সকলেরই পছন্দ। তবে আপনারা হয়তো অবশ্যই জানেন ইউটিউব দেখা কালীন আপনি অন্য কোন অ্যাপ ব্যবহার করতে পারেন না, বা অন্য কোন অ্যাপ ব্যবহার করার সময় ইউটিউবে গান শোনা সম্ভব হয় না। সে ক্ষেত্রে বন্ধ হয়ে যায় ইউটিউব ভিডিও।

আর যদি আপনিও এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তবে আপনার জন্য রয়েছে সুখবর। ইউটিউব ব্যবহারকারীদের জন্য আসতে চলেছে নতুন একটি ফিচার। যেখানে আপনি অন্য অ্যাপ ব্যবহার করার সময় ইউটিউবে আপনার পছন্দের গান বা রান্নার রেসিপি দেখতে পারবেন। তবে খারাপ খবর হলো সবাই এই সুযোগ পাবেন না। এই ফিচার যুক্ত করার পেছনে ইউটিউব দুটো শর্ত রেখেছে। তার মধ্যে প্রথমটি হলো, আপনার কাছে iOS বা iPadOS অপারেটিং সিস্টেম এর যেকোনো স্মার্টফোন বা ট্যাব থাকতে হবে। এবং দ্বিতীয়টি হলো আপনাকে ইউটিউব এর প্রিমিয়াম মেম্বারশিপ নিতে হবে।

অন্যদিকে যারা iOS বা iPadOS অপারেটিং সিস্টেমের অধিকারী নন তাদের জন্যও একটি সুখবর রয়েছে। বিভিন্ন সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী ইউটিউব নন পেয়িং মেম্বারদের জন্য এই ফিচার যুক্ত করতে চলেছে আগামী দিনে।

তবে অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে এই পিকচার-ইন-পিকচার মোড টি কি? আপনি যখন হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেন তখন আপনি ভিডিও কল এর সাথে সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট বা অন্য কোন কাজ করতে সক্ষম হন। আপনার স্ক্রিনে যে ছোট্ট উইন্ডোটি খোলা থাকে সেটি হলো পিকচার ইন পিকচার। আর এই সাপোর্ট ইউটিউবে যুক্ত হলে আপনি যে কোন অ্যাপ ব্যবহার করার সাথে সাথেই ইউটিউব এর ভিডিও আপনার স্কিনের ছোট্ট একটি উইন্ডোতে দেখতে পারবেন, সাথেই গান শুনতে পারবেন আপনার পছন্দমত।

আরো পড়ুন-এবার Apple watch ব্যবহার করে জানতে পারবেন শরীরের তাপমাত্রা ও ব্লাড সুগার, কবে লঞ্চ হবে জানুন

পিকচার-ইন-পিকচার (PIP) ফিচারটি আইওএস১৪ এর সঙ্গে অ্যাপল আইওএস এবং আইপ্যাডের কিছু অ্যাপ এর ক্ষেত্রে যুক্ত করা হয়েছিল। তবে ইউটিউব এর ক্ষেত্রে ফিচারটি ব্যবহার করা যেত না। তবে এখন তা সম্ভব হবে। যার ফলে আইফোন এবং আইপ্যাড ব্যবহারকারীরা একইসঙ্গে অন্য অ্যাপ ব্যবহার করতে পারবেন ইউটিউব ভিডিও দেখার পাশাপাশি।

“iOS, iPadOS ব্যবহারকারীদের জন্য সুখবর, ইউটিউবে আসতে চলেছে ‘পিকচার-ইন-পিকচার’ সাপোর্ট”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন