এই ভারতীয় বিজ্ঞানীর ৮৯তম জন্মদিন উদযাপন করল গুগল

বিশ্বের বৃহত্তম টেক কোম্পানি গুগোল ৮৯তম জন্মদিন উদযাপন করল একজন ভারতীয় বিজ্ঞানী ও প্রফেসরের। যার নাম Udupi Ramachandra Rao। তিনি ভারতের স্যাটেলাইট ম্যান (Indian Satellite Man) নামেও পরিচিত। প্রফেসর রাও গত ২০১৭ সালে মৃত্যুবরণ করেন। তিনি ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো (ISRO) এর চেয়ারম্যান ও ভারতীয় মহাকাশ গবেষক ছিলেন।

ভারতীয় বিজ্ঞানীর ৮৯তম জন্মদিন উদযাপন করল গুগল

১৯৩২ সালের ঠিক আজকের দিনেই তিনি ভারতের কর্নাটকের এক প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেন। রামাচন্দ্র রাও-এর কর্মজীবন এর সূচনা হয় কসমিক-রে ফিজিসিস্ট ও ড: বিক্রম সারাভাইয়ের প্রফেসর হিসেবে। এরপর তিনি ডক্টরেট সম্পূর্ণ করে আমেরিকা যুক্তরাষ্ট্রের NASA-এর পাইওনিয়ার এবং এক্সপ্লোরার স্পেস প্রোব-এর গবেষণার কাজে নিযুক্ত হন।

আরো পড়ুন – বিজ্ঞানীরা গবেষণাগারে তৈরি করলেন কৃত্রিম ব্ল্যাকহোলের, কিন্তু কিভাবে সম্ভব হলো

গুগোল এই ভারতীয় বিজ্ঞানীকে তার ৮৯তম জন্মবার্ষিকীতে সম্মান প্রদানের জন্য একটি ডুডুল তৈরি করে, যেটি আজকের দিনে গুগলের ওয়েবসাইটটিতে গেলে একেবারে উপরে দেখতে পাবেন। এই ডুডুল স্কেচটি তে দেখানো হয়েছে প্রফেসর রাও এর হাতে একটি স্যাটেলাইট এবং পিছনে পৃথিবী ও উল্কাপাত।

১৯৬৬ সালে তিনি ভারতে ফিরে আসেন এবং ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি তে উচ্চক্ষমতার অ্যাস্ট্রোনমি প্রোগ্রামের নেতৃত্ব দেন। এরপর ১৯৭৫ সালে হওয়া প্রথম ভারতীয় স্যাটেলাইট লঞ্চ এর তদারকির দায়িত্বে ছিলেন তিনি। এই সাইটটির নাম ছিল ‘আর্যভট্ট‘। প্রফেসর রাও পোলার স্যাটেলাইট লঞ্চ ভিয়াকল (PSLV) রকেট টির প্রযুক্তি তৈরি করেন যা এখনো পর্যন্ত ২৫০ টি স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করেছে।

গুগোল এর তরফ থেকে তাঁর ৮৯তম জন্মদিনের ‘শুভ জন্মদিনের‘ এর শুভেচ্ছা জানানোর সাথেই একটি ডুডুল তৈরি করে যথাযথ শ্রদ্ধা জ্ঞাপন করেছে। তিনি আজ প্রতিটি ভারতবাসীর কাছে গর্বের বিষয়।

মন্তব্য করুন