ডেক্সটপ ইউজারদের জন্য চালু হল গুগল ডার্ক মোড, জানুন বিস্তারিত

বিশ্বের অন্যতম টেক জায়ান্ট সংস্থা গুগল ডেক্সটপ ইউজারদের জন্য নিয়ে আসলো নতুন ডার্ক মোড ফিচার। ডেক্সটপ বা ল্যাপটপের ক্ষেত্রে নতুন একটি অপশন নিয়ে এসেছেন তারা। গুগল তাদের ইউজারদের কথা মাথায় রেখেই নতুন এই ফিচারটি যুক্ত করতে চলেছে। জানা গিয়েছে নতুন ফিচারটিতে গুগল সার্চ ইঞ্জিনের অ্যাপিয়ারেন্সে ইউজারদের জন্য মোট তিনটি অপশন যুক্ত করেছেন তারা। এই তিনটি অপশনের প্রথমটি হল নরমাল মোড যেখানে সাদা রঙের চিরপরিচিত গুগল সার্চ ইঞ্জিন দেখতে পারবেন ইউজাররা। দ্বিতীয় অপশন এর ক্ষেত্রে ডেক্সটপের বা ল্যাপটপের ডিফল্ট থিম অনুযায়ী গুগল সার্চ ইঞ্জিন দেখতে পারবেন ইউজাররা। এবং তৃতীয় টির ক্ষেত্রেই গুগোল যুক্ত করেছে তাদের ডার্ক মোড। যেখানে ইউজাররা ডার্ক মোড ব্যাবহার করতে পারবেন এবং তাদের নির্দিষ্ট সময় সেট করে রাখতে পারবেন ডার্ক মোডের জন্যে, অর্থাৎ আপনার যুক্ত করা নির্দিষ্ট সময় অনুযায়ী আপনার গুগল সার্চ ইঞ্জিনটি স্বয়ংক্রিয়ভাবে ডার্ক মোড হয়ে যাবে।

গুগলের নতুন এই ডার্ক মোড গুগোল সাপোর্ট ওয়েবসাইটে কিছুদিন আগেই ঘোষণা করা হয়েছিল। নতুন সেটিং এর ক্ষেত্রে উপরিউক্ত তিনটি অপশন যুক্ত করা হয়েছে। নতুন এই ফিচারটির রোল আউট শুরু হয়ে গিয়েছে গত ৯ সেপ্টেম্বর থেকে। তবে সমস্ত ডেস্কটপ বা ল্যাপটপ ইউজাররা একসঙ্গে এই ফিচারটি ব্যবহার করতে পারবেন না। গুগলের তরফ থেকে জানানো হয়েছে ধীরে ধীরে সকল ইউজারদের কাছে নতুন এই সেটিংটি পৌঁছে যাবে।

গুগল ডার্ক মোড কেবলমাত্র সার্চ ইঞ্জিন পেজ এর জন্যই নয় যেকোনো রকম লিঙ্কড ওয়েবপেজের ক্ষেত্রও অন করা যাবে ডার্ক মোড। নতুন এই ফিচারটির টেস্টিং শুরু হয়েছিল গত ২০২০ সালের ডিসেম্বর মাস থাকে। যদিও মোবাইল ভার্সন এর ক্ষেত্রে গুগল সার্চ ডার্ক মোড চালু হয়ে গিয়েছে গত বছরের মে মাস থেকেই।

আরো পড়ুন-ফেসবুক ও রে-ব্যান একত্রে বাজারে নিয়ে এল ফেসবুক স্মার্ট গ্লাস

গুগল সার্চ ডার্ক মোড চালু করবেন কিভাবে?
  • ডার্ক মোড চালু করার জন্য প্রথমে ডেক্সটপ বা ল্যাপটপের ওয়েব ব্রাউজারের google.com সার্চ করুন।
  • গুগল সার্চ হোমপেজটি ওপেন হওয়ার পর ডান দিকের কোনায় থাকা সেটিং অপশনটি বেছে নিন।
  • সেটিং থেকে অ্যাপিয়ারেন্স অপশনটিতে ক্লিক করুন। যদি সেটিং-এ অ্যাপিয়ারেন্স অপশন না থাকে তাহলে সার্চ সেটিং এ অ্যাপিয়ারেন্স অপশনটি খুঁজে বার করে সেখানে ক্লিক করুন।
  • অ্যাপিয়ারান্স অপশন থেকে নিজের পছন্দমত ডিভাইস ডিফল্ট, ডার্ক অথবা লাইট অপশনটি বেছে নিতে পারবেন। পছন্দমত অপশনটি বেছে নিয়ে সেভ অপশনে ক্লিক করলেই আপনার ডেক্সটপে ডার্ক মোড চালু হয়ে যাবে।

মন্তব্য করুন