ব্লেডের মাঝে অসাধারন নকশা, ১০০ বছরেও বদল করেনি কোন কোম্পানি

আমাদের জীবনে প্রতিনিয়ত ব্যবহৃত একটি জিনিস হল ব্লেড, যা ছোট থেকে বড় বিভিন্ন কাজে আমরা ব্যবহৃত করে আসছি বছরের পর বছর ধরে। কিন্তু আপনার কি লক্ষ্য করেছেন ব্লেড যে কোম্পানিরই হোক না কেন ব্লেড এর মাঝে যে ডিজাইন বা নকশা করা থাকে তার কোন পরিবর্তন হয়নি এখন পর্যন্ত। কিন্তু কেন ব্লেড এর নকশা একই রকম রাখা হয়েছে।
কোন কোম্পানি কেন এই নকশার পরিবর্তন করতে সাহস করেনি?।

ভারতে ব্লেড বলতে যে কোম্পানি চোখের সামনে ভাসে তার নাম হলো জিলেট। এর প্রধান কারণ হল কোম্পানির আকর্ষণীয় বিজ্ঞাপন। যদিও বর্তমানে বহু ভারতীয় কোম্পানি ব্লেড তৈরি করছে। ব্লেডের এই ঐতিহাসিক নকশার রহস্য জানতে গেলে আপনাকে ইতিহাসে যেতে হবে। সালটা ছিল ১৯০১ জিলেট কোম্পানির শুরু, অর্থাৎ আজ থেকে ১২০ বছর আগে।

এরপর ১৯০৪ সালে জিলেট কোম্পানি বাজারে একটি ব্লেড নিয়ে আসে যার নাম ছিল ‘কিং ক্যাম্প’। যে নাম তৎকালীন কোম্পানির কর্ণধার এর নামে রাখা হয়েছিল। এইযে ব্লেড নিয়ে এসেছিল জিলেট কোম্পানি, এই ব্লেড এর নকশা তখন থেকে আজকের দিন পর্যন্ত তার কোনো পরিবর্তন হয়নি। এখানে নকশা বলতে ব্লেডের যে মাপ, ব্লেড এর মাঝে ফাঁকা অংশ ও ফাঁকা অংশ দুপাশে যে ডিজাইন করা আছে।

IMG 20220225 47287

আরো পড়ুন- পৃথিবীর শেষ রাস্তা এটাই! এরপর আপনি আর যেতে পারবেন না

জিলেটের এই নকশা গ্রাহকদের কাছে যথেষ্ট জনপ্রিয় হয়ে ওঠে বিশেষ করে মাঝের ফাঁকা অংশ, যা অত্যন্ত কার্যকরী হয়ে ওঠে। এরপর থেকেই আজ পর্যন্ত আমরা শেভিং রেজার বা ব্লেড বলতে জিলেট কেই বুঝি। যেহেতু জিলেট অত্যন্ত জনপ্রিয় সেই কারণে পরবর্তীকালে অন্যান্য কোম্পানি ব্লেড তৈরি করলেও নকশা পরিবর্তন করতে সাহস করেনি। বর্তমানে ইলেকট্রিক ট্রিমার ও বিভিন্ন মেশিন আসলেও এখনো আপনি পাড়ার মুদি দোকানে, সেলুনে, পেন্সিল কাটতে গেলে এই শতাধিক পুরনো নকশাযুক্ত ব্লেড এর দরকার পড়ে।

“ব্লেডের মাঝে অসাধারন নকশা, ১০০ বছরেও বদল করেনি কোন কোম্পানি”-এ 3-টি মন্তব্য

মন্তব্য করুন