স্পেসএক্সের রকেটের সঙ্গে চাঁদের সংঘর্ষের বড় সম্ভাবনা! কি বলছেন বিজ্ঞানীরা

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই মহাকাশে ঘটে যেতে পারে এক বিরাট দুর্ঘটনা! এমনটাই আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। আর এই দুর্ঘটনা হতে পারে চাঁদের মাটিতে, এমনটাই জানিয়েছেন তারা। বিজ্ঞানীদের মতে চাঁদের উল্টোদিকে ৩ থেকে ৪ টন ওজনের ১৫ মিটার লম্বা একটি রকেটের ভগ্নাবশেষ আছড়ে পড়তে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বেসরকারি সংস্থা স্পেসএক্স (SpaceX)-এর ফ্যালকন ৯ এর অংশ এটি। ২০১৫ সালে ইউএস ডিপ স্পেস ক্লাইমেট অবজারভেটরি (DSCOVR) মহাকাশে পাঠানোর জন্য ব্যবহার করা হয়েছিল, তারপর থেকেই পৃথিবী এবং চাঁদের পরিমণ্ডলে ভেসে বেড়াচ্ছে এটি।

এখানেই শেষ নয়, সংঘর্ষ ঘটতে পারে মহাকাশে থাকা চন্দ্রযান-এর সাথেও। বিজ্ঞানীরা জানাচ্ছেন চাঁদে আছড়ে পড়ার আগে ফ্যালকন ৯ রকেট বুস্টারের ভগ্নাংশ চন্দ্রযান-এর সাথে ধাক্কা খেতে পারে, যদি তা না হয় তবে নাসার লুনার অবজারভেটরির সাথে সংঘর্ষের সম্ভাবনা রয়েছে। বর্তমানে এই মহাকাশযান দুটি চাঁদকে প্রদক্ষিণ করছে এবং বিভিন্ন তথ্য ও ছবি সংগ্রহ করে পৃথিবীতে পাঠানোর ক্ষেত্রে এদের ব্যাবহার করা হচ্ছে। যদি এই দুই মহাকাশযানের সাথে ফ্যালকন ৯ রকেট বুস্টারের কোনরকম সংঘর্ষ ঘটে তবে অনেক বড় ক্ষতি হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের।

ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ESA)-এর স্পেস ডেবরি অফিসের প্রধান ক্রেগ জানিয়েছেন ফ্যালকন ৯ ছাড়াও অনেক ধ্বংসাবশেষের চাঁদের মাটিতে সংঘর্ষ ঘটানো হয় তবে এরকম অনিয়ন্ত্রিতভাবে চাঁদের মাটিতে আছড়ে পড়া কোন রকেট বুস্টার সত্যিই বড় ক্ষতি ডেকে আনতে পারে। এই দুর্ঘটনার কারণে চাঁদের পৃষ্ঠে কোন ক্ষতি হবে কিনা এবং তার অবস্থানের কোনো বদল ঘটবে কিনা সে বিষয়ে এখনো কোনো তথ্য জানানো হয়নি।

আরো পড়ুন-প্রকাশ্যে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ-এর প্রথম ছবি, গন্তব্য ১৫ লক্ষ কিলোমিটার

কিছু মহাকাশ বিজ্ঞানীদের মতে এই ধরণের দুর্ঘটনা নাও ঘটতে পারে। আমেরিকার একজন মহাকাশ বিজ্ঞানী জানিয়েছেন ফ্যালকন ৯ এর ধ্বংসাবশেষ চাঁদে আছড়ে পড়তে পারে, এক্ষেত্রে বিশেষ কোনো ক্ষতি হবে না বলে জানান তিনি। অন্যদিকে ধ্বংসাবশেষ গুলি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ যান এবং ভারতের চন্দ্রযান এর সাথে ধাক্কা খায় সে ক্ষেত্রে বড় ক্ষতির সম্ভাবনা রয়েছে। কি হবে তা জানা যাবে আর কয়েক সপ্তাহ পরেই।

মন্তব্য করুন