টাটার হতে যাচ্ছে আরও এক কেন্দ্রীয় সংস্থা, দেখুন বিস্তারিত

এবার টাটা গোষ্ঠীর হাতে যাচ্ছে আরও এক কেন্দ্রীয় সংস্থা, ফের বেসরকারিকরণের পথে ভারতের কেন্দ্রীয় সরকার। সম্প্রতি ভারতের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া কে কিনে নিয়েছে টাটা গ্রুপ, যার হস্তান্তর ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এবার ‘নীলাচল ইস্পাত নিগম লিমিটেড’ কে বেসরকারিকরণ করতে চলেছে ভারত সরকার।

নীলাচল ইস্পাত লিমিটেড ভারতের উড়িষ্যা রাজ্যের কলিঙ্গনগরে অবস্থিত। এই ইস্পাত প্লান্ট টি ১১ লক্ষ টন ক্ষমতা সম্পন্ন একটি কোম্পানি। তবে বেশ কয়েক বছর ধরে সরকারি অধীনস্থ সংস্থাটি লোকসানে চলছে। ২০২০ সালে মার্চ মাসে লকডাউনের মধ্যে বন্ধ হয়ে যায় কোম্পানিটি। বন্ধ হওয়ার আগ পর্যন্ত কোম্পানিটির প্রায় ৬৬০০ কোটি টাকার ঋণ রয়েছে বাজারে। এছাড়াও দীর্ঘদিন বেতন সমস্যায় ভুগছে সেখানকার কর্মচারীরা।

আরো পড়ুন- অ্যান্ড্রয়েড ও আইওএস এর মতই ভারতে নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরি করবে কেন্দ্র! জানুন বিস্তারিত

এরপরই ভারত সরকার কোম্পানিটিকে বেসরকারিকরণের পথে এগিয়ে নিয়ে যায়। টাটা স্টিল এর পক্ষ থেকে এই বেসরকারিকরণে অংশ নেয়ার কথা প্রকাশ করা হয়েছে এবং ভারত সরকার এতে অনুমোদন দিয়েছে। মোট ৯৩% শেয়ার টাটা স্টিলের কাছে বিক্রি করবে কেন্দ্রীয় সরকার। যে যুক্তিতে অর্থের পরিমাণ প্রায় ১২,১০০ কোটি টাকা।

শুধুমাত্র সরকারি সংস্থাই নয় এবার ভারতের জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএলের টাইটেল স্পন্সর এর খেতাব টাটার হাতে। এতদিন চিনা সংস্থা মোবাইল কোম্পানি ভিভো আইপিএল এর টাইটেল স্পন্সর ছিল। ভিভো সরে যেতেই টাটা ২০২২ আইপিএল এর টাইটেল স্পন্সর নিলামে কিনে নেয়। এখন থেকে আইপিএল জানা যাবে “TATA IPL” নামে।

মন্তব্য করুন