অ্যান্ড্রয়েড ও আইওএস এর মতই ভারতে নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরি করবে কেন্দ্র! জানুন বিস্তারিত

অ্যান্ড্রয়েড ও আইওএস এর মতই ভারতে নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরি করবে কেন্দ্র! জানুন বিস্তারিত

ভারত সরকারের পক্ষ থেকে স্মার্টফোন ইউজারদের জন্য একটি বিশেষ ঘোষণা জারি করা হয়েছে। কেন্দ্রের তরফ থেকে জানানো হয় তারা একটি স্বদেশী অপারেটিং সিস্টেম তৈরীর পরিকল্পনা করেছেন যা সম্পূর্ণ ভারতীয়দের জন্য তৈরি করা হবে এবং এই অপারেটিং সিস্টেমটি হবে গুগলের অ্যান্ড্রয়েড এবং অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেম এর বিকল্প। নতুন এই অপারেটিং সিস্টেমকে মেড ইন ইন্ডিয়া অপারেটিং সিস্টেম নাম দেওয়া হয়েছে।

গত বহু বছর ধরেই স্মার্টফোনের জগতে অ্যাপল-এর আইওএস এবং গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আধিপত্য লাভ করেছে তবে এবার সেই বাজারে ভারতের নিজস্ব অপারেটিং সিস্টেম নিয়ে এসে প্রতিযোগিতা জোরদার করতে চেয়েছে কেন্দ্রীয় সরকার। অপারেটিং সিস্টেমের জগতে ভারত প্রভাব বিস্তার করতে চায় যে কারণে একটি অ্যাকাডেমিক এবং স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলা হবে বলেও জানা গিয়েছে।

ইলেকট্রনিক্স ও আইটি দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর একটি সাংবাদিক বৈঠকে সম্প্রতি এই আগ্রহের কথা জানিয়েছেন তিনি বলেন সরকার একটি নীতি চালু করতে চায় যেখানে এমন একটি অপারেটিং সিস্টেম তৈরি করা হবে যা সহজতর ইকোসিস্টেম গড়ে তুলবে। এ বিষয়ে ভারত সরকার এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের মধ্যেও প্রচুর পরিমাণ আগ্রহ লক্ষ্য করা গিয়েছে। তিনি আরো জানান অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে মাত্র দুটি অপারেটিং সিস্টেমই বর্তমানে বিশ্ব জুড়ে চলছে যেখানে তৃতীয় আর কেউ নেই, তবে ভারতের নিজস্ব এই অপারেটিং সিস্টেম কারা তৈরি করবেন এবং কবে চালু করা হবে সে বিষয়ে সঠিক তথ্য প্রমাণ এখনো তিনি দেননি।

একটি রিপোর্ট অনুযায়ী ভারতের নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরি করা একটি যুক্তি সংগত বিষয়, তবে এর পূর্বেও এমন ঘটনা ঘটেছে এবং সব ক্ষেত্রেই বারংবার প্রয়াস ব্যর্থ হয়েছে। যার প্রধান কারণ অপারেটিং সিস্টেমের জগতে সবচেয়ে বড় গুগোল এবং অ্যাপেল অন্যান্য সংস্থাগুলিকে অগ্রসর হতে না দেওয়ার এক প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। যেখানে উদাহরণস্বরূপ জানানো হয়েছে ব্ল্যাকবেরির অপারেটিং সিস্টেমের কথা, এছাড়াও রয়েছে সিম্বিয়ান অপারেটিং সিস্টেম যারা বিশেষ কোনো প্রভাব ফেলতে পারেনি এই জগতে।

আরো পড়ুন-Vi নেটওয়ার্ক এর মালিকানা এখন ভারত সরকারের হতে! বিস্তারিত দেখুন

এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন গত কয়েক বছর আগেই মাইক্রোসফট স্মার্টফোনের জন্য একটি অপারেটিং সিস্টেম নিয়ে এসেছিল যে অপারেটিং সিস্টেমের নাম ছিল উইন্ডোজ অপারেটিং সিস্টেম। অ্যান্ড্রয়েড কে টেক্কা দেওয়ার জন্যই তৈরি করা হয়েছিল এটি তবে ডেভলপার সাপোর্টের অভাবের জন্য বর্তমানে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বদেশী অপারেটিং সিস্টেম তৈরি করার চ্যালেঞ্জ কোন ভারতীয় সংস্থা নেওয়ার জন্য অগ্রসর হয় সেই বিষয়টি এখন প্রধান লক্ষ্য। কোন কোন স্মার্টফোন সংস্থাগুলি ইন্ডিয়া অপারেটিং সিস্টেম ব্যবহার করবে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে কেন্দ্রকে।

Previous articleফের করোনা ভাইরাসে আক্রান্ত বলিউডের এই নায়িকা
Next articleটাটার হতে যাচ্ছে আরও এক কেন্দ্রীয় সংস্থা, দেখুন বিস্তারিত
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply