ফের করোনা ভাইরাসে আক্রান্ত বলিউডের এই নায়িকা

ফের করোনা ভাইরাসে আক্রান্ত বলিউডের এই নায়িকা

করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বলিউডের আরো একজন অন্যতম নায়িকা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এ কথা জানান তিনি নিজেই। বলিউডের অন্যতম পরিচিত মুখ কাজল, সোশ্যাল মিডিয়ায় তিনি জানান কঠিন এই সময়ে তিনি স্বামী অজয় দেবগন বা ছেলেকে নয় তিনি মিস করছেন তার মেয়ে নাইসাকে আর সেই ছবি আপলোড করে তিনি তার করোনা পজিটিভ হওয়ার খবরটি দেন।

কাজল তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের নাইসার হাসিমুখের ছবি আপলোড করেছেন এবং সেই ছবিতে নিজের মেয়েকে ট্যাগ করে লেখেন “করোনা পরীক্ষার ফল পজিটিভ এবং আমি সত্যিই চাই না কেউ আমার ফুলে থাকা নাক দেখুক, তারচেয়ে বরং পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসিটাই থাক। খুব মিস করছি @nysadevgan আর হ্যাঁ আমি তোর পাকানো চোখ দুটো দেখতে পাচ্ছি”।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক (ministry of health and family welfare)-এর দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনার আক্রান্ত সংখ্যা ২ লক্ষ ৩৪ হাজার ২৮১ জন। তবে দেশে করোনা পরিসংখ্যান এখন নিম্নগামী। পরিসংখ্যান অনুযায়ী সংখ্যাটি পূর্বের থেকে সামান্য কম। একটি রিপোর্ট অনুযায়ী পজিটিভ রেট বেড়েছে ১৪.৫০ শতাংশ। চিকিৎসকদের চিন্তায় ফেলেছে এই অংকটি।

আরো পড়ুন-পুষ্পা সিনেমার লুক নকল করলেন রবীন্দ্র জাদেজা, দেখুন সেই ছবি

বর্তমান পরিস্থিতিতে বলিউড সহ দেশের অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক তারকারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। বলিউডের অন্যতম গায়িকা লতা মঙ্গেশকর মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন তবে বর্তমানে তোর শারীরিক অবস্থা স্থিতিশীল। এমন পরিস্থিতিতে কাজল তার করোনা ভাইরাসে আক্রান্তের খবর জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কাজলকে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার জন্য ভার্চুয়াল আলিঙ্গনও পাঠিয়েছেন তার বোন তানিশা মুখোপাধ্যায়। অপরদিকে ইনস্টাগ্রামে নাইসার ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া কমেন্ট করেছেন এবং কাজলের আরোগ্যও কামনা করেছেন তিনি।

Previous articleপৃথিবীর সবচেয়ে বয়স্ক কচ্ছপ -১৯০ বছর, সবচেয়ে প্রাচীনতম কচ্ছপ
Next articleঅ্যান্ড্রয়েড ও আইওএস এর মতই ভারতে নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরি করবে কেন্দ্র! জানুন বিস্তারিত
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply