পৃথিবীর সবচেয়ে বয়স্ক কচ্ছপ -১৯০ বছর, সবচেয়ে প্রাচীনতম কচ্ছপ

পৃথিবীর সবচেয়ে বয়স্ক কচ্ছপ: শিরোনাম দেখে বুঝতেই পারছেন কচ্ছপটির বয়স বর্তমানে ১৯০ বছর। ভাবতে কিছুটা অবাক লাগলেও এটাই সত্যি, ১৯০ বছর ধরে কচ্ছপটি এখনো বেঁচে আছে। কচ্ছপটির বৈজ্ঞানিক নাম ‘Aldabrachelys gigantea‘, গ্রিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে সবচেয়ে বয়স্ক কচ্ছপের খেতাব জিতে নিয়েছে এই কচ্ছপটি। কচ্ছপ টির নাম দেওয়া হয়েছে জনাথন

জনাথন এর পূর্বে যে কচ্ছপটির কাছে এই খেতাব ছিল তার নাম টুই মালিনা বয়স ছিল ১৮৮ বছর, ১৯৬৫ সালে কচ্ছপটি মারা যায়। এখন দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা অঞ্চলে রয়েছে, যা ব্রিটিশ সাম্রাজ্যের একটি অংশ ছিল। স্থানীয়দের মতে কচ্ছপটির জন্ম ১৮৩২ সালে। কচ্ছপটির পুরনো ছবি দেখে যা শনাক্ত করা হয়েছে।

IMG 20220129 37357
পৃথিবীর সবচেয়ে বয়স্ক কচ্ছপ

সেন্ট হেলেনা অঞ্চলের গভর্নরের বাসভবনে জনাথন বসবাস করে। তার সঙ্গে আরো তিনজন কচ্ছপ থাকে। গভর্নরের বাসভবনে এক প্রকার বিলাসবহুল জীবনযাপন করে এই কচ্ছপ। জনাথান এর জীবনকাল আমেরিকার ৩৯ জন রাষ্ট্রপতির পরিবর্তন হয়েছে। জনাথন একপ্রকার ইতিহাসের সাক্ষী। কলা ও লেটুস পাতা খেতে পছন্দ করে জনাথন। তবে বর্তমানে জনাথনের শরীর খুব একটা ভালো না গন্ধ ও চোখে দেখতে পায় না সে।

মন্তব্য করুন