GTA 6- আসতে চলেছে GTA এর পরবর্তী সিরিজের গেম, জানালো রকস্টার গেমস

GTA 6- আসতে চলেছে GTA এর পরবর্তী সিরিজের গেম, জানালো রকস্টার গেমস

বিশ্বজুড়ে খ্যাত ওপেন ওয়ার্ল্ড ভিডিও গেম সিরিজের মধ্যে সবচেয়ে জনপ্রিয় গ্র্যান্ড থেফট অটো (GTA)। বর্তমানে এই গেমটির ৫ নম্বর সিরিজটি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে। জিটিএ ফাইভ রকস্টার গেমস এর একটি অনবদ্য ভিডিও গেম। ২০১৩ সালে লঞ্চ হওয়া এই গেমে এতদিন পরেও জনপ্রিয়তার কোন খামতি হয়নি। বর্তমানে লেটেস্ট টাইটেল gta v। বিগত কিছুদিন ধরে শোনা যাচ্ছিল জিটিএ গেম এর পরবর্তী সিরিজ আসতে চলেছে আর কয়েকদিনের মধ্যেই। যার উপরে কাজ করছে রকস্টার গেমস, আর এই জল্পনা-কল্পনার উপরে রকস্টার গেমস এর পক্ষ থেকে জানানো হয়েছে একটি নতুন সিরিজ তাড়াতাড়ি লঞ্চ হতে পারে, যে গেমটি হবে GTA 6 বা GTA V।

সম্প্রতি একটি টুইট বার্তার মাধ্যমে রকস্টার গেমস এর তরফ থেকে জানানো হয়েছে জিটিএ ফাইভ গেম এর এক্সবক্স সিরিজ এস এবং PS 5 সংক্রান্ত ডেভলপমেন্ট সম্পর্কে, এছাড়াও আরও জানানো হয়েছে পরবর্তী সিরিজ নিয়েও কাজ করছেন তারা। রকস্টার গেমের পাবলিশার সংস্থার তরফ থেকে জানানো হয়েছে অনেকেই জিটিএ ফাইভ এর পরবর্তী সিরিজের জন্য অপেক্ষায় রয়েছেন এবং আমরা নিশ্চিত করতে পেরে আনন্দিত যে পরবর্তী সিরিজের কাজ শুরু হয়েছে ইতিমধ্যে, সবকিছু তৈরি হয়ে গেলে পরবর্তী সিরিজ সম্পর্কে বিশদে তথ্য জানানো হবে অফিশিয়াল ওয়েবসাইটে।

আরো পড়ুন-এবার থেকে বিনামূল্যেই খেলতে পারবেন PUBG BATTLEGROUNDS, জেনে নিন বিস্তারিত

জিটিএ সিক্স গেমের ট্রেলার কবে রিলিজ করা হবে সে বিষয়ে অফিশিয়ালি কোন তথ্য জানানো হয়নি তবে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে সে বিষয়ে নিশ্চিত। প্রায় ৯ বছর পর জিটিএ ফাইভ এর পরবর্তী গেম লঞ্চ করার খবর সামনে এসেছে যে কারণে জিটিএ পছন্দকারী প্রতিটি গেমার উৎসাহিত। GTA এর পরবর্তী সিরিজের কি নাম GTA 6 বা GTA VI হতে পারে। গেমটিতে ভাইস সিটি এর আধুনিকরণ দেখা যেতে পারে, যে শহরটি ইতিমধ্যেই জিটিএ গেম এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় শহর। এছাড়াও জানা গিয়েছে গেমটির ম্যাপের ডায়নামিক রেঞ্জ আরো বড় হতে পারে এবং অনেক বেশি জায়গা এক্সপ্লোর করার সুযোগ পাবেন গেমাররা। একজন ইউটিউবার এর মতে আগামী ২০২৪-২৫ সালের মধ্যে গ্র্যান্ড থেফট অটো এর পরবর্তী সিরিজ আসার সম্ভাবনা রয়েছে তবে এখনো কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

Previous articleগ্রাহকদের জন্য সুখবর, নেটওয়ার্ক কোম্পানিগুলি কে কড়া নির্দেশ দিল TRAI
Next articleআইপিএল ২০২২ নিলাম: প্রকাশিত হল নিলামের তারিখ, সময়, স্থান। দেখুন বিস্তারিত
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply