আইপিএল ২০২২ নিলাম: প্রকাশিত হল নিলামের তারিখ, সময়, স্থান। দেখুন বিস্তারিত

আইপিএল ২০২২ নিলাম: প্রকাশিত হল নিলামের তারিখ, সময়, স্থান। দেখুন বিস্তারিত

আইপিএল ২০২২ নিলাম: আমরা সবাই জানি আইপিএলের এবছরের নিলাম হতে চলেছে মেগা নিলাম অকশন। নতুন দুটি দল অন্তর্ভুক্তি হওয়ায় মোট ১০ দলীয় ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করবে এই মেগা নিলামে। মেগা নিলামের নিয়ম অনুসারে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি তাদের তিনজন ক্রিকেটার কে বেছে নেওয়ার সুযোগ পেয়েছিল, যা তারা ইতিমধ্যে সম্পন্ন করেছে। বাকি থাকা অর্থ দিয়ে মেগা নিলামে খেলোয়াড়দের দরদাম করবে ফ্র্যাঞ্চাইজি গুলি।

আইপিএল এর অফিসিয়াল টুইটার পেজে প্রকাশিত হওয়া তথ্য অনুযায়ী আইপিএল ২০২২ মেগা নিলাম অনুষ্ঠিত হবে ১২ এবং ১৩ ফেব্রুয়ারি, শনি ও রবিবার সকাল ১১ টা থেকে। এই দিলাম আপনারা সরাসরি দেখতে পাবেন ব্রডকাস্টিং সংস্থা স্টার স্পোর্টস এবং হটস্টারে। এ বছরে মোট ৫৯০ জন খেলোয়াড়কে বিসিসিআই বাছাই করেছে নিলামে অংশগ্রহণ করার জন্য।

এই মেগা নিলাম এই যে সমস্ত খেলোয়াড় এর দিকে সবার নজর থাকবে তারা হলেন শ্রেয়াস আইয়ার, শিখর ধাওয়ান, রবিচন্দন অশ্বিন, দীনেশ কার্তিক, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, কাকিস রাবাডা, ইয়ন মরগান ইত্যাদি আরো অনেক খেলোয়ার।

আইপিএল ২০২২ নিলাম

তারিখ- ১২, ১৩ ফেব্রুয়ারি
দিন- শনি ও রবিবার
সময়- সকাল ১১ টা
চ্যানেল- স্টার স্পোর্টস এবং হটস্টার
স্থান- বেঙ্গালুরু

আইপিএল ২০২২ নিলাম টুইটার পোস্ট
Twitter Credit- IPL

আরো পড়ুন- অভিষেক ম্যাচেই অবসর – এরকম বিরল কৃতিত্ব আছে একজনেরি

যে সমস্ত স্টার ক্রিকেটার এবছর মেগা নিলামে অংশ নিচ্ছেন না তারা হলেন,

  • মিচেল স্টার্ক
  • বেন স্টোকস
  • ক্রিস গেইল
  • কাইল জামিসন
  • জো রুট
Previous articleGTA 6- আসতে চলেছে GTA এর পরবর্তী সিরিজের গেম, জানালো রকস্টার গেমস
Next articleটাটা ন্যানো ইলেকট্রিক: রতন টাটার হাতে দেওয়া হলো প্রথম ইলেকট্রিক টাটা ন্যানো
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply