মারা গেলেন হার্দিক পান্ডেয়ার বাবা

মারা গেলেন হার্দিক পান্ডেয়ার বাবা
Hardik Pandya instagram

হঠাৎই মারা গেলেন হার্দিক পান্ডেয়ার বাবা হিমাংশু পান্ডেয়া। শনিবার সকালেই আচমকা হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন হিমাংশু পান্ডেয়া। হার্দিক পান্ডেয়ার বাবার বয়স হয়েছিল 71 বছর। শনিবার সকালে তিনি তার বাড়িতে হূদরোগে আক্রান্ত হয়েছিল, শোনা যাচ্ছে চিকিৎসা করার সময় পর্যন্ত পায়নি পান্ডেয়া পরিবার। 

খবর পেয়ে বড় ভাই কুনাল পান্ডেয়া বাড়িতে আসে। কুনাল বড়দার হয়ে বর্তমানে সৈয়দ মোস্তাক আলী টুর্নামেন্ট খেলছিল। কিন্তু বাবার মৃত্যুর খবর পেয়ে তিনি টুর্নামেন্ট ছেড়ে বাড়ি ফিরে আসেন, কুনাল হয়তো আর এই টুর্নামেন্টের একটিও ম্যাচ খেলতে পারবেন না। বড়দার হয়ে খেলার সময় প্রথম তিনটি ম্যাচে তারা জয়লাভ করেছিল, চোটের কারণে প্রথম থেকেই হার্দিক পান্ডেয়া মাঠের বাইরে আছে।

খবরটি ছড়িয়ে পড়তেই ভারতীয় দলের বিভিন্ন সদস্য থেকে শুরু করে প্রাক্তন খেলোয়াড়রা পান্ডেয়া পরিবার কে সমবেদনা জানিয়েছেন। ভারত অধিনায়ক বিরাট কোহলি টুইটারে লিখেছেন

twitter source @imVkohli

মুম্বাই ইন্ডিয়ান্স টুইটারে লিখেছে

twitter source @mipaltan

শচীন টেন্ডুলকার টুইটারে লিখেছেন

twitter source @sachin_rt

Previous article৫০ বছরে পৃথিবীর গতি সবচেয়ে বেশি। দিনের দৈর্ঘ ক্রমশ হ্রাস পাচ্ছে
Next articleপোশাকের ফাঁকে উন্মুক্ত ক্লিভেজ। হট লুকে ভাইরাল মধুমিতা
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply