হঠাৎই মারা গেলেন হার্দিক পান্ডেয়ার বাবা হিমাংশু পান্ডেয়া। শনিবার সকালেই আচমকা হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন হিমাংশু পান্ডেয়া। হার্দিক পান্ডেয়ার বাবার বয়স হয়েছিল 71 বছর। শনিবার সকালে তিনি তার বাড়িতে হূদরোগে আক্রান্ত হয়েছিল, শোনা যাচ্ছে চিকিৎসা করার সময় পর্যন্ত পায়নি পান্ডেয়া পরিবার।
খবর পেয়ে বড় ভাই কুনাল পান্ডেয়া বাড়িতে আসে। কুনাল বড়দার হয়ে বর্তমানে সৈয়দ মোস্তাক আলী টুর্নামেন্ট খেলছিল। কিন্তু বাবার মৃত্যুর খবর পেয়ে তিনি টুর্নামেন্ট ছেড়ে বাড়ি ফিরে আসেন, কুনাল হয়তো আর এই টুর্নামেন্টের একটিও ম্যাচ খেলতে পারবেন না। বড়দার হয়ে খেলার সময় প্রথম তিনটি ম্যাচে তারা জয়লাভ করেছিল, চোটের কারণে প্রথম থেকেই হার্দিক পান্ডেয়া মাঠের বাইরে আছে।
খবরটি ছড়িয়ে পড়তেই ভারতীয় দলের বিভিন্ন সদস্য থেকে শুরু করে প্রাক্তন খেলোয়াড়রা পান্ডেয়া পরিবার কে সমবেদনা জানিয়েছেন। ভারত অধিনায়ক বিরাট কোহলি টুইটারে লিখেছেন
Heartbroken to hear about the demise of Hardik and Krunal's dad. Spoke to him a couple of times, looked a joyful and full of life person. May his soul rest in peace. Stay strong you two. @hardikpandya7 @krunalpandya24
— Virat Kohli (@imVkohli) January 16, 2021
twitter source @imVkohli
মুম্বাই ইন্ডিয়ান্স টুইটারে লিখেছে
“Our intentions of letting Hardik and Krunal play cricket from a very young age was questioned and criticised by many. But we were not willing to change our plans, and it’s great to see what they have achieved now”
— Mumbai Indians (@mipaltan) January 16, 2021
– Himanshu Pandya. RIP 🙏 pic.twitter.com/iN6Vd5vDFE
twitter source @mipaltan
শচীন টেন্ডুলকার টুইটারে লিখেছেন
Really sorry to hear about the demise of your father @krunalpandya24 & @hardikpandya7.
— Sachin Tendulkar (@sachin_rt) January 16, 2021
Condolences to your family and friends.
May God give you strength in these difficult times.
twitter source @sachin_rt
[…] […]