পোশাকের ফাঁকে উন্মুক্ত ক্লিভেজ। হট লুকে ভাইরাল মধুমিতা

হট লুকে ভাইরাল মধুমিতা
মধুমিতা
পোশাকের ফাঁকে উন্মুক্ত ক্লিভেজ। হট লুকে ভাইরাল মধুমিতা

বর্তমান সময়ে সকলেই ভালোবাসে সেলফি তুলতে বা ফটোশ্যুট করতে। মোবাইলের এই যুগে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি সকলেই প্রতিনিয়ত তার নিজের ছবি শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। আর এ রকমই সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি এবং ভিডিও শেয়ার করে ঝড় তুলেছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় চরিত্র পাখি অর্থাৎ মধুমিতা। 

মধুমিতার অভিনয় জীবন শুরু হয় সবিনয় নিবেদন সিরিয়ালের মাধ্যমে। এরপর থেকে নানা সিরিয়াল করেছেন মধুমিতা। তার অভিনয় মন কেড়েছে দর্শকদের। বোঝেনা সে বোঝেনা সিরিয়ালের পাখি নামক চরিত্রটি করার পর তিনি আরো বেশি জনপ্রিয়তা লাভ করেছে। নিজের প্রতি দিনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দক্ষ অভিনেত্রী মধুমিতার ইন্সটাগ্রাম এর ছবি এবং ভিডিও ঘুম কেড়ে নিয়েছে অনেক পুরুষের। তার রূপে মুগ্ধ নেটদুনিয়া। সময়ের সাথে সাথে তার স্টাইল মন কেড়েছে অনেকের। 

আরও পড়ুন – ঋত্বিক দীপিকার নতুন ছবি ফাইটার। ঘোষণা হল বড় বাজেট

মধুমিতা ২০২০ সালে রুপোলি পর্দায় নিজের অভিষেক করেন। তার প্রথম অভিষেক হয় লাভ আজ কাল পরশু সিনেমার মাধ্যমে। সিনেমাটি বেশ ভাল সাড়া পায়। এরপর তার চিনি নামে আরেকটি ছবি আসে। অভিনয়ে যেমন তিনি মাতিয়ে রেখেছেন তেমনি তিনি ঝড় তুলেছেন তার বোল্ড ফটোশুটে। তার রূপের আকর্ষণের মুগ্ধ প্রচুর পুরুষ। শাড়ি কিংবা শর্টস সবেতেই আকর্ষণীয় ফটোশুট করছেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি তিনি এখন ফ্যাশানের আর এক আকর্ষণ। 

হট লুকে ভাইরাল মধুমিতা

সম্প্রতি বিদেশি সবুজ পোশাক কিংবা লাল সাদা কালো ক্রপটপ সঙ্গে খোলা চুল সবেতেই তার ছবি হয়েছে ভাইরাল। তার ইনস্টাগ্রামে তিনি একটি ছবি ছেড়েছেন যেখানে কালো পাশ্চাত্য পোশাকে রয়েছেন তিনি এবং তার হাটুর বেশ খানিকটা উপরে দেখা যাচ্ছে ট্যাটু। তার এই লুক ঝড় তুলেছে তার ভক্তদের মনে। তার শর্টস ড্রেসে উন্মুক্ত পায়ের ট্যাটু বা তার ক্লিভেজ মন কেড়েছে অনেকের। 

instagram source madhumita_sarcar (Madhumita Sarcar)

Previous articleমারা গেলেন হার্দিক পান্ডেয়ার বাবা
Next articleডেটা শেয়ারিং সংক্রান্ত আপডেট আপাতত স্থগিত রাখল হোয়াটসঅ্যাপ

Leave a Reply