বলিউডের তিন খানের সবচেয়ে বেশি আয় করা সিনেমাগুলো কি কি দেখে নেওয়া যাক

বর্তমানে বলিউডের তিন খানের সবচেয়ে বেশি আয় করা সিনেমাগুলো কি কি দেখে নেওয়া যাক

হিন্দি সিনেমা জগৎ অর্থাৎ বলিউডে রয়েছে নামি দামি অনেক অভিনেতা। তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় তিনজন তারকা হলেন সালমান খান, শাহরুখ খান এবং আমির খান তা বলাই যায়। বহু সময় ধরে তাদের সিনেমা সারা ভারতের দর্শকদের মনোরঞ্জন করেছে। আর তাদের জনপ্রিয় সিনেমা গুলো উপার্জনও করেছে অনেক অর্থ। তবে অনেকেরই জানা নেই এই তিন তারকার সবচেয়ে বেশি আয় করা সিনেমা গুলি কি কি এবং সেগুলোর আয়ের ব্যাপারে।

বলিউডের এই তিন জন তারকার এখনো পর্যন্ত সবচেয়ে বেশি অর্থ উপার্জিত সিনেমাগুলোর ব্যাপারে আলোচনা করা হলো।

সালমান খান –
বলিউডের ভাইজান নামে পরিচিত সালমান খান। তিনি বলিউডের অন্যতম মুখ। অভিনয়ের পাশাপাশি তিনি সিনেমা পরিচালনাও করেন। তার অভিনীত সিনেমা গুলোর মধ্যে সবচেয়ে বেশি উপার্জন করা তিনটি সিনেমা হল-
১. টাইগার জিন্দা হ্যায় ( আয় ৩৩৯ কোটি টাকা )
২. বজরঙ্গী ভাইজান ( আয় ৩১৫ কোটি টাকা )
৩. সুলতান ( আয় ৩০০ কোটি টাকা )।

আরও পড়ুন – ভারতের সবচেয়ে মূল্যবান সেলিব্রেটির তালিকার শীর্ষে রয়েছেন বিরাট কোহলি

শাহরুখ খান –
শাহরুখ বা কিং খান বলিউডের বাদশা নামে পরিচিত। বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতাদের মধ্যে তিনি একজন। ভারত এবং বাইরেও তিনি প্রচুর জনপ্রিয়। তার সবচেয়ে বেশি উপার্জিত তিনটি সিনেমা হল –
১. চেন্নাই এক্সপ্রেস ( আয় ২০৭ কোটি টাকা )
২. হ্যাপি নিউ ইয়ার ( আয় ১৭৮ কোটি টাকা )
৩. দিলওয়ালে ( আয় ১৩৯ কোটি টাকা )।

আমির খান – আমির খান তার দুর্দান্ত অভিনয়ের দ্বারা প্রত্যেক বার দর্শকদের মন জয় করে নেয়। তিনি আলাদা আলাদা ধরনের চরিত্রে দারুন কাজ করতে পারেন। তার সবচেয়ে উপার্জিত তিনটি সিনেমা হল –
১. দঙ্গল ( আয় ৩৮৭ কোটি টাকা )
২. পিকে ( আয় ৩৪০ কোটি টাকা )
৩. ধুম থ্রি (৩) ( আয় ২৮৪ কোটি টাকা )।

Previous articleপৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণু, যার আকার স্ট্যাচু অফ লিবার্টির দ্বিগুণ
Next articleব্ল্যাকহোল-এর মাঝে কি প্রবেশ করা সম্ভব? কি জানাচ্ছেন বিজ্ঞানীরা

2 COMMENTS

Leave a Reply