পশ্চিমবঙ্গের জেলা কয়টি 2023: ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গ, যার সীমান্তে নেপাল, ভুটান ও বাংলাদেশের অবস্থান। ভারতের এই জেলার পার্শ্ববর্তী জেলা গুলি হল বিহার, ঝাড়খন্ড, ওড়িশা, সিকিম এবং অসম। পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরে হিমালয় পর্বতমালা এবং দক্ষিণে বঙ্গোপসাগরের অবস্থান। এর মাঝখান দিয়ে বয়ে গিয়েছে গঙ্গা এবং তার শাখানদী হুগলি।
Table of Contents

West Bengal District List in Bengali
ভারত যখন ১৯৪৭ সালে স্বাধীনতা লাভ করে সেই সময়ে ব্রিটিশরা ভারতের বাংলা প্রদেশ বিভাজনের পরিকল্পনা অনুযায়ী মোট ১৪ টি জেলা নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য গঠন করেন। ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬শে জানুয়ারি দেশীয় রাজ্য কোচবিহারকে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করা হয়। এর পরবর্তীতে ১৯৫৬ খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী পুরুলিয়া জেলার বঙ্গভুক্তি হয় এবং বিহারের একটি অংশ পশ্চিম দিনাজপুরের সঙ্গে যুক্ত হয়। ১৯৪৭ সালের পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা ছিল ১৪টি, যেগুলি হল-
১. ২৪ পরগনা ২. হাওড়া ৩. নদিয়া ৪. হুগলি ৫. কলকাতা ৬. মেদিনীপুর ৭. বাঁকুড়া ৮. বর্ধমান ৯. বীরভূম ১০. মালদা ১১. মুর্শিদাবাদ ১২. দার্জিলিং ১৩. পশ্চিম দিনাজপুর ১৪. জলপাইগুড়ি। পরবর্তীতে জেলার সংখ্যা বেড়ে দাড়ায় ২৩ টি। কয়েকটি জেলা নিয়ে তৈরি হয় একটি বিভাগ।
এবার চলে আসা যাক পশ্চিমবঙ্গের জেলাগুলির উপর। পশ্চিমবঙ্গ মোট ৫টি বিভাগ এবং ২৩টি জেলায় বিভক্ত। বিভাগগুলি পরিচালনা করেন বিভাগীয় কমিশনার এবং জেলাগুলির পরিচালনায় আছেন জেলাশাসক। পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতা, যেটি কলকাতা জেলায় অবস্থিত।
পশ্চিমবঙ্গের নতুন জেলা ২০২৩
১ আগস্ট ২০২২ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের কিছু নতুন জেলার কথা ঘোষণা করেছে। যেগুলি পুরোনো কিছু বড় জেলাকে ভাগ করে নতুন জেলায় রূপান্তরিত করা হয়েছে। যেমনভাবে পূর্বে মেদিনীপুর কে দুই ভাগে ভাগ করা হয়েছে এবং ঝাড়গ্রাম জেলা কে তৈরি করা হয়েছে। এছাড়া জলপাইগুড়ি, বর্ধমান জেলাকে এইভাবেই ভাগ করে নতুন জেলা তৈরি করা হয়েছে সেরকম ভাবেই নতুন ৭ টি জেলার কথা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
পশ্চিমবঙ্গের ৭ টি নতুন জেলা ২০২৩
- সুন্দরবন জেলা
- বসিরহাট জেলা
- ইছামতি জেলা
- বহরমপুর
- কান্দি
- রানাঘাট জেলা
- বিষ্ণুপুর
পশ্চিমবঙ্গের ৭ টি নতুন জেলার বিবরণ
নতুন জেলা ২০২৩ | পুরোনো জেলা |
---|---|
সুন্দরবন জেলা | দক্ষিণ 24 পরগনা |
বসিরহাট জেলা | উত্তর 24 পরগনা |
ইছামতি জেলা | উত্তর 24 পরগনা |
বহরমপুর | মুর্শিদাবাদ |
কান্দি | মুর্শিদাবাদ |
রানাঘাট জেলা | নদিয়া |
বিষ্ণুপুর | বাঁকুড়া |
পশ্চিমবঙ্গের বর্তমান জেলা কয়টি ২০২৩
- আলিপুরদুয়ার জেলা
- কোচবিহার জেলা
- দার্জিলিং জেলা
- জলপাইগুড়ি জেলা
- কালিম্পং জেলা
- উত্তর দিনাজপুর
- মালদহ
- মুর্শিদাবাদ
- দক্ষিণ দিনাজপুর
- বীরভূম
- পশ্চিম বর্ধমান
- পূর্ব বর্ধমান
- হুগলি
- হাওড়া
- কলকাতা
- নাদিয়া
- উত্তর ২৪ পরগনা
- দক্ষিণ ২৪ পরগনা
- বাঁকুড়া
- ঝাড়গ্রাম
- পশ্চিম মেদিনীপুর
- পূর্ব মেদিনীপুর
- পুরুলিয়া
- সুন্দরবন (নতুন জেলা)
- বসিরহাট (নতুন জেলা)
- ইছামতি (নতুন জেলা)
- বহরমপুর (নতুন জেলা)
- কান্দি (নতুন জেলা)
- রানাঘাট (নতুন জেলা)
- বিষ্ণুপুর (নতুন জেলা)
পশ্চিমবঙ্গের বিভাগ – Divisions of West Bengal
- জলপাইগুড়ি বিভাগ
- মালদা বিভাগ
- বর্ধমান বিভাগ
- প্রেসিডেন্সি বিভাগ
- মেদিনীপুর বিভাগ
জলপাইগুড়ি বিভাগ | আলিপুরদুয়ার জেলা কোচবিহার জেলা দার্জিলিং জেলা জলপাইগুড়ি জেলা কালিম্পং জেলা |
মালদা বিভাগ | উত্তর দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ দক্ষিণ দিনাজপুর |
বর্ধমান বিভাগ | বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি |
প্রেসিডেন্সি বিভাগ | হাওড়া কলকাতা নাদিয়া উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা |
মেদিনীপুর বিভাগ | বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পুরুলিয়া |
পশ্চিমবঙ্গের জেলা কয়টি 2023 – West Bengal District List in Bengali
বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা ২৩ টি। পশ্চিমবঙ্গের জেলাগুলি সম্পর্কে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
১. কলকাতা-

কলকাতা জেলা প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে। কলকাতার দর্শনীয় স্থান গুলি হল- ভিক্টোরিয়া মেমোরিয়াল, সাইন্স সিটি, আলিপুর চিড়িয়াখানা, মনুমেন্ট, ইডেন গার্ডেন, ইকো পার্ক, বিড়লা তারামণ্ডল ইত্যাদি।
জেলা সদর | কলকাতা |
আয়তন | ১৮৫ বর্গ কিলোমিটার |
জনসংখ্যা | ৪,৪৮৬,৬৭৯ |
২. উত্তর চব্বিশ পরগনা-

এই জেলা প্রতিষ্ঠিত হয় ১৯৮৬ সালে। এই জেলার দর্শনীয় স্থান গুলির মধ্যে প্রধান পর্যটন কেন্দ্র সুন্দরবন। এছাড়াও রয়েছে পারমোদন, বিভূতিভূষণ অভয়ারণ্য, চাকলা (লোকনাথ বাবার ধাম ও সাত গম্বুজ মসজিদ), ঠাকুরনগর, কচুয়া লোকনাথ ধাম, জলেশ্বর শিব মন্দির। মহকুমা- বারাসাত, ব্যারাকপুর, বনগাঁ, বসিরহাট, বিধাননগর
জেলা সদর | বারাসাত |
আয়তন | ৪,০৯৪ বর্গ কিলোমিটার |
জনসংখ্যা | ১০,০৮২,৮৫২ |
৩. দক্ষিণ চব্বিশ পরগনা-

এই জেলা প্রতিষ্ঠিত হয় ১৯৮৬ সালে। এই জেলার অন্যতম দর্শনীয় স্থান হল গঙ্গাসাগরের মেলা, গঙ্গাসাগরের কপিল মুনি মন্দির। মহকুমা- বারুইপুর, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, আলিপুর, ক্যানি।
জেলা সদর | আলিপুর |
আয়তন | ৯,৯৬০ বর্গ কিলোমিটার |
জনসংখ্যা | ৮,১৫৩,১৭৬ |
পশ্চিমবঙ্গের জেলা কয়টি 2023
৪. হাওড়া-

এই জেলা প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে। হাওড়া জেলার অন্যতম দর্শনীয় স্থান গুলি হল- আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন, বেলুড় মঠ, রবীন্দ্র সেতু, বিদ্যাসাগর সেতু, বিবেকানন্দ নিবেদিতা সেতু, গাদিয়াড়া, গড়চুমুক। মহকুমা- উলুবেরিয়া, হাওড়া।
জেলা সদর | হাওড়া |
আয়তন | ১৪৬৭ বর্গ কিলোমিটার |
জনসংখ্যা | ৪,৮৪১,৬৩৮ |
৫. নদিয়া-

এই জেলা প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে। নদীয়া জেলার দর্শনীয় স্থান গুলোর মধ্যে অন্যতম মায়াপুর, নবদ্বীপ ধাম, কৃষ্ণনগর রাজবাড়ি। মহকুমা- কৃষ্ণনগর, রানাঘাট, কল্যাণী, তেহট্ট।
জেলা সদর | কৃষ্ণনগর |
আয়তন | ৩,৯২৭ বর্গ কিলোমিটার |
জনসংখ্যা | ৫,১৬৮,৪৮৮ |
৬. মুর্শিদাবাদ-

এই জেলা প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে। মুর্শিদাবাদ জেলার দর্শনীয় স্থান গুলির মধ্যে অন্যতম নবাব সিরাজউদ্দৌলার হাজারদুয়ারি রাজপ্রাসাদ, পলাশি, নিজামত ইমামবাড়া, কাটরা মসজিদ, মতিঝিল, কাঠগোলা বাগান, বাবুসোনা সমাধি, লালদীঘি, সাগরদিঘী, সেখদিঘী, শ্রীপুর রাজপ্রাসাদ, ছোট রাজবাড়ী কাশিমবাজার, ফারাক্কা ব্যারেজ, কাশিপুর রাজবাড়ি, কপিলেশ্বর শিব মন্দির। মহকুমা- বহরমপুর, লালবাগ, জঙ্গিপুর, কান্দি, ডোমকল।
জেলা সদর | বহরমপুর |
আয়তন | ৫,৩২৪ বর্গ কিলোমিটার |
জনসংখ্যা | ৭,১০২,৪৩০ |
৭. পুরুলিয়া-

এই জেলা প্রতিষ্ঠিত হয় ১৯৫৬ সালে। পুরুলিয়া জেলার দর্শনীয় স্থান গুলির মধ্যে অন্যতম অযোধ্যা পাহাড় এছাড়াও রয়েছে জয়চন্ডী পাহাড়, গড় পঞ্চকোট, বড়ন্তি, ঝালদা। মহকুমা- পূর্ব ও পশ্চিম পুরুলিয়া, রঘুনাথপুর।
জেলা সদর | পুরুলিয়া |
আয়তন | ৬,২৫৯ বর্গ কিলোমিটার |
জনসংখ্যা | ২,৯২৭,৯৬৫ |
পশ্চিমবঙ্গের জেলা কয়টি 2023
৮. বীরভূম-

এই জেলা প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে। বীরভূম জেলার অন্যতম দর্শনীয় স্থান শান্তিনিকেতন। মহকুমা- রামপুরহাট, সিউড়ি, বোলপুর।
জেলা সদর | সিউড়ি |
আয়তন | ৪৫৮৫ বর্গ কিলোমিটার |
জনসংখ্যা | ৩,৫০২,৩৮৭ |
৯. বাঁকুড়া-

এই জেলা প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে। মহকুমা- বাঁকুড়া, বিষ্ণুপুর, খাতরা।
জেলা সদর | বাঁকুড়া |
আয়তন | ৬৮৮২ বর্গ কিলোমিটার |
জনসংখ্যা | ৩,৫৯৬,২৯২ |
১০. পূর্ব বর্ধমান-

এই জেলা প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে। মহকুমা- কালনা, উত্তর বর্ধমান, দক্ষিণ বর্ধমান, কাটোয়া।
জেলা সদর | বর্ধমান |
আয়তন | ৭,০২৪ বর্গ কিলোমিটার |
জনসংখ্যা | ৭,৭২৩,৬৬৩ |
পশ্চিমবঙ্গের জেলা কয়টি 2023
১১. পশ্চিম বর্ধমান-

এই জেলা প্রতিষ্ঠিত হয় ২০১৭ সালে। মহকুমা- দুর্গাপুর, আসানসোল।
জেলা সদর | আসানসোল |
আয়তন | ১৬০৩ বর্গ কিলোমিটার |
জনসংখ্যা | ২,৮৮২,০৩১ |
১২. হুগলি-

এই জেলা প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে। দর্শনীয় স্থান গুলির মধ্যে অন্যতম তারকেশ্বরের তারকনাথের মন্দির, এছাড়া রয়েছে কামারপুকুর। মহকুমা- চন্দননগর, চুঁচুড়া, শ্রীরামপুর, আরামবাগ।
জেলা সদর | চুঁচুড়া |
আয়তন | ৩,১৪৯ বর্গ কিলোমিটার |
জনসংখ্যা | ৫,৫২০,৩৮৯ |
১৩. পূর্ব মেদিনীপুর-

এই জেলা প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে। পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম ভ্রমণ স্থান হল দীঘা সমুদ্র সৈকত। এছাড়া রয়েছে মন্দারমনি, মহিষাদল রাজবাড়ী। মহকুমা- হলদিয়া, কাঁথি, তমলুক, এগরা।
জেলা সদর | তমলুক |
আয়তন | ৪৭৮৫ বর্গ কিলোমিটার |
জনসংখ্যা | ৫,০৯,২৩৮ |
পশ্চিমবঙ্গের জেলা কয়টি 2023
১৪. পশ্চিম মেদিনীপুর-

এই জেলা প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে। এই জেলার দর্শনীয় স্থান গুলির মধ্যে রয়েছে হাতিবাড়ি অরণ্য ও পাখিরালয়, গনগনি (গড়বেতা), রামেশ্বর মন্দির ও তপবন, প্রয়াগ ফিল্ম নগরী, চিল্কিগড়। মহকুমা- মেদিনীপুর, খরগপুর, ঘাটাল।
জেলা সদর | মেদিনীপুর |
আয়তন | ৯২৯৬ বর্গ কিলোমিটার |
জনসংখ্যা | ৫,৯৪৩,৩০০ |
১৫. কোচবিহার-

এই জেলা প্রতিষ্ঠিত হয় ১৯৫০ সালে। মহকুমা- কোচবিহার, মাথাভাঙ্গা, মেখলিগঞ্জ দিনহাটা, তুফানগঞ্জ।
জেলা সদর | কোচবিহার |
আয়তন | ৩,৩৮৭ বর্গ কিলোমিটার |
জনসংখ্যা | ২,৮২২,৭৮০ |
১৬. কালিম্পং-

এই জেলা প্রতিষ্ঠিত হয় ২০১৭ সালে। মহকুমা- কালিম্পং।
জেলা সদর | কালিম্পং |
আয়তন | ১,০৪৪ বর্গ কিলোমিটার |
জনসংখ্যা | ২৫১,৬৪২ |
১৭. আলিপুরদুয়ার-

এই জেলা প্রতিষ্ঠিত হয় ২০১৪ সালে। আলিপুরদুয়ার জেলার অন্যতম দর্শনীয় স্থানগুলি হল বক্সা জাতীয় উদ্যান, চিলাপাতা বনাঞ্চল এবং জলদাপাড়া জাতীয় উদ্যান।
জেলা সদর | আলিপুরদুয়ার |
আয়তন | ৩,৩৮৩ বর্গ কিলোমিটার |
জনসংখ্যা | ১৫,৪০,০০০ |
পশ্চিমবঙ্গের বর্তমান জেলা কয়টি ২০২৩
১৮. দার্জিলিং-

এই জেলা প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে। দার্জিলিং এর অন্যতম দর্শনীয় স্থান গুলি হল চা বাগান, টাইগার হিল। মহকুমা- দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, শিলিগুড়ি।
জেলা সদর | দার্জিলিং |
আয়তন | ৩,১৪৯ বর্গ কিলোমিটার |
জনসংখ্যা | ১,৮৪২,০৩৪ |
১৯. জলপাইগুড়ি-

এই জেলা প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে। মহকুমা- জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালবাজার।
জেলা সদর | জলপাইগুড়ি |
আয়তন | ৬,২২৭ বর্গ কিলোমিটার |
জনসংখ্যা | ৩,৮৬৯,৬৭৫ |
২০. ঝারগ্রাম-

এই জেলা প্রতিষ্ঠিত হয় ২০১৭ সালে। ঝাড়গ্রাম জেলার জঙ্গলমহল উৎসব, ঝাড়গ্রাম মেলা, শ্রাবণী মেলা বেশ জনপ্রিয়। এছাড়াও ঝাড়গ্রাম ডিয়ার পার্ক রয়েছে। মহকুমা- ঝারগ্রাম।
জেলা সদর | ঝারগ্রাম |
আয়তন | ৩,০৩৭ বর্গ কিলোমিটার |
জনসংখ্যা | ১,১৩৬,৫৪৮ |
পশ্চিমবঙ্গের মোট জেলা কয়টি 2023
২১. উত্তর দিনাজপুর-

এই জেলা প্রতিষ্ঠিত হয় ১৯৯২ সালে। উত্তর দিনাজপুর জেলার দর্শনীয় স্থান গুলি হল কুলিক পাখিরালয়, সাপনিকলা বনাঞ্চল, বিন্দোল ভৈরবী মন্দির, করণজোড়া জাদুঘর, হরি দীঘি, বাহিন রাজবাড়ী, রায়গঞ্জ বন্যপ্রাণ অভয়ারণ্য, নাট মন্দির, শ্রীশ্রী বৈদ্যনাথ ধাম। মহকুমা- রায়গঞ্জ, ইসলামপুর।
জেলা সদর | রায়গঞ্জ |
আয়তন | ৩,১৪০ বর্গ কিলোমিটার |
জনসংখ্যা | ৩,০০০,৮৪৯ |
২২. দক্ষিণ দিনাজপুর-

এই জেলা প্রতিষ্ঠিত হয় ১৯৯২ সালে। দক্ষিণ দিনাজপুরের অন্যতম দর্শনীয় স্থান গুলি হল বাণগড় প্রত্নস্থল, বালুরঘাট জেলা গ্রন্থাগার, বালুরঘাট মিউজিয়াম, বালুরঘাট আরণ্যক, বেল্লা কালী মন্দির, পাতিরাম ধাম শিব মন্দির। মহকুমা- বালুরঘাট, গঙ্গারামপুর।
জেলা সদর | বালুরঘাট |
আয়তন | ২,২১৯ বর্গ কিলোমিটার |
জনসংখ্যা | ১,৬৭০,৯৩১ |
২৩. মালদহ-

এই জেলা প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে। মালদহ জেলার দর্শনীয় স্থানগুলি হল রামকেলি অষ্টকুন্ড, বড়সোনা মসজিদ, কদম রসুল মসজিদ, মালদহ জেলা সংগ্রহশালা, লুকোচুরি গেট, আদিনা মসজিদ, একলাখী সমাধি সৌধ, একোয়াটিক বেঙ্গল। মহকুমা- মালদহ, চাঁচল।
জেলা সদর | ইংলিশ বাজার |
আয়তন | ৩,৭৩৩ বর্গ কিলোমিটার |
জনসংখ্যা | ৩,৯৯৭,৯৭০ |
পশ্চিমবঙ্গের জেলা PDF
Click Here>>>
আরো পড়ুন- ত্রিপুরার জেলা কয়টি 2022|How many districts in Tripura 2022
পশ্চিমবঙ্গের থানা সম্পর্কে জানতে- click here
Q&A: পশ্চিমবঙ্গের জেলা কয়টি 2023
পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি ?
উত্তর ২৪ পরগনা জেলা হল পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃহত্তম জেলা।
পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম জেলা কোনটি ?
দক্ষিণ ২৪ পরগনা হল পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম জেলা।
পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি ?
দক্ষিণ দিনাজপুর হলো আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা।
পশ্চিমবঙ্গের মোট কয়টি বিভাগ রয়েছে ?
পশ্চিমবঙ্গের মোট ৫ টি বিভাগ রয়েছে, প্রেসিডেন্সি বিভাগ, বর্ধমান বিভাগ, জলপাইগুড়ি বিভাগ, মালদা বিভাগ, মেদিনীপুর বিভাগ।