আয়তনে বিশ্বের সবচেয়ে বড় ১০টি দেশ ২০২৪

আয়তনে বিশ্বের সবচেয়ে বড় ১০টি দেশ: আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ প্রশ্নটা হয়তো আপনাদের মনে হতেই পারে এবং অনেকেই হয়তো এই প্রশ্নের উত্তর জানেন কারণ যারা পৃথিবীর ম্যাপ একবার দেখে থাকবেন তারা খুব সহজে পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া সম্বন্ধে জানবেন। কিন্তু আজকে এই নিবন্ধন আয়তনে বিশ্বের সবচেয়ে বড় ১০টি দেশ ২০২৪ সাল অনুসারে কোনগুলি রয়েছে সেই তালিকা নিচে বিস্তারিত দেওয়া হলো। অবশ্যই মনে রাখবেন আজকের এই নিবন্ধ সম্পূর্ণ আয়তনের উপর নির্ভর করে দেশের তালিকা দেওয়া হয়েছে। জনসংখ্যার বিচারে সবচেয়ে বড় দেশের তালিকা ভিন্ন রকম হবে।

আজকের এই নিবন্ধে বিশ্বের সবচেয়ে বড় ১০টি দেশ ২০২৪, পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি, বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি ইত্যাদি বিষয় ছাড়াও বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া সম্বন্ধে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আলোচনা করব। পড়াশুনার স্বার্থে বা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে এই আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিভিন্ন ছোটখাটো প্রশ্নের উত্তর আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর্টিকেলের শেষে আমরা কিছু সহজ প্রশ্ন উত্তর পর্ব রেখে দেব যেগুলি আপনারা পড়তে পারবেন।

বিষয়আয়তনে বিশ্বের সবচেয়ে বড় ১০টি দেশ
বিভাগআন্তর্জাতিক
সাল২০২৪
ভাষাবাংলা
তথ্যসূত্রইন্টারনেট

নিচের তালিকায় আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশগুলির নাম ও আয়তন দেওয়া হল,

পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি

রাশিয়া হল পৃথিবীর সবচেয়ে বড় দেশ আয়তনের বিচারে, রাশিয়ার মোট আয়তন ১৭.১ মিলিয়ন বর্গ কিলোমিটার। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ হওয়ার সঙ্গে রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ। রাশিয়ার মোট জনসংখ্যা ১৪ কোটি ৬১ লক্ষ, জনসংখ্যার বিচারে রাশিয়া পৃথিবীর নবম স্থানে রয়েছে।

আয়তনে বিশ্বের সবচেয়ে বড় ১০টি দেশ ২০২৪ (Rank 1-10)

নংদেশআয়তন (বর্গ কিমি)
১.রাশিয়া১৭,০৯৮,২৪২
২.কানাডা৯,৯৮৪,৬৭০
৩.চিন৯,৫৯৬,৯৬১
৪.আমেরিকা৯,৫২৫,০৬৭
৫.ব্রাজিল৮,৫১৫,৭৬৭ 
৬.অস্ট্রেলিয়া৭,৬৯২,০২৪
৭.ভারত৩,২৮৭,২৬৩
৮.আর্জেন্টিনা২,৭৮০,৪০০
৯.কাজাকিস্তান২,৭২৪,৯০০
১০.আলজেরিয়া২,৩৮১,৭৪১

আয়তনে বিশ্বের সবচেয়ে বড় ১০টি দেশ ২০২৪ (Rank 11-20)

নংদেশআয়তন (বর্গ কিমি)
১১.DR কঙ্গো২,৩৪৪,৮৫৮
১২.গ্রিনল্যান্ড২,১৬৬,০৮৬
১৩.সৌদি আরব২,১৪৯,৬৯০
১৪.মেক্সিকো১,৯৬৪,৩৭৫
১৫.ইন্দোনেশিয়া১,৯০৪,৫৬৯
১৬.সুদান১,৮৮৬,০৬৮
১৭.লিবিয়া১,৭৫৯,৫৪০
১৮.ইরান১,৬৪৬,১৯৫
১৯.মঙ্গোলিয়া১,৫৬৪,১১০
২০পেরু১,২৮৫২১৬

বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়ার কিছু তথ্য

দেশরাশিয়া
মহাদেশএশিয়ার অন্তর্গত
ভাষারাশিয়ান
ধর্মখ্রিস্টান (৭০%)
আয়তন১৭,০৯৮,২৪২
জনসংখ্যা১৪৬,১২১,০২৭
রাজধানীমস্কো
অর্থনীতি২.২ ট্রিলিয়ন

আয়তনে বিশ্বের সবচেয়ে ছোট দেশ

ভ্যাটিকান সিটি- পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হল ভ্যাটিকান সিটি। এই দেশটি ইউরোপ মহাদেশের অন্তর্গত, এই দেশের মোট আয়তন ১২১ একর। ১৯২৯ সালে দেশটি ইতালি থেকে স্বাধীনতা লাভ করে। এই দেশের প্রধান ভাষা হল ল্যাটিন, এই দেশের মোট জনসংখ্যা প্রায় ৫০০ জন। শুনে অবশ্যই অবাক হয়েছেন কিন্তু এটাই সত্যি, বর্তমানে এই দেশের জনসংখ্যা ৫০০+। ইউরোপের এই দেশটি পর্যটনের জন্য অত্যন্ত বিখ্যাত।

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি

আয়তনে কাজাখস্তান হলো বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ। এই দেশের মোট আয়তন ২,৭২৪,৯০০ বর্গ কিলোমিটার। মধ্য এশিয়ার এই দেশে প্রায় ৭০ শতাংশ মুসলিম জনসংখ্যা বসবাস করে, বাকি ৩০ শতাংশ বিভিন্ন ধর্ম অবলম্বনে রয়েছে। ১৯৯১ সাল পর্যন্ত দেশটি সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত ছিল। ১৯৯১ সালে কাজাখস্তান স্বাধীনতা লাভ করে এবং স্বাধীন রাষ্ট্র রূপে আত্মপ্রকাশ করে। এরপর ১৯৯৫ সালে এই দেশের সংবিধান তৈরি হয় এবং রাষ্ট্রপতিকে সর্বোচ্চ ক্ষমতা প্রদান করা হয়।

জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি

বর্তমানে জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় দেশ হল ভারত, ভারতের বর্তমান জনসংখ্যা ১৪২ কোটি। জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ হলেও ভারত আয়তনে পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ। ভারতবর্ষের মোট আয়তন ৩২ লক্ষ ৮৭ হাজার বর্গ কিলোমিটার।

এই ধরনের শিক্ষামূলক, আন্তর্জাতিক খবরের জন্য আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, টুইটার পেজ, ইন্সটাগ্রাম, ইউটিউব ইত্যাদি প্লাটফর্মে ফলো করতে পারেন। ধন্যবাদ।

FAQ: বিশ্বের সবচেয়ে বড় ১০টি দেশ

পৃথিবীতে আয়তনে সবচেয়ে বড় দেশ কোনটি?

রাশিয়া হল সমগ্র পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দেশ, রাশিয়ার মোট আয়তন ১৭.১ মিলিয়ন বর্গ কিলোমিটার।

পৃথিবীতে আয়তনে সবচেয়ে ছোট দেশ কোনটি?

ভ্যাটিকান সিটি হল পৃথিবীর সবচেয়ে ছোট দেশ এই দেশের মোট আয়তন ১২১ একর।

আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি?

কানাডা হল আয়তনের পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ, এই দেশের মোট আয়তন ৯,৯৮৪,৬৭০ বর্গ কিলোমিটার।

আয়তনে পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ কোনটি?

চীন হল আয়তনের পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ, চীনের মোট আয়তন ৯,৫৯৬,৯৬১ বর্গ কিলোমিটার।

আয়তনে পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ কোনটি?

কাজাখস্তান হল পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ আয়তনের বিচারে, এই দেশের মোট আয়তন ২,৭২৪,৯০০ বর্গ কিলোমিটার।

মন্তব্য করুন