ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি: বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ হলো ভারত যার জনসংখ্যা সম্প্রতি চিন কে টপকে গেছে। ভারতের জনসংখ্যা বর্তমানে ১৪২ কোটি, চীনের থেকে প্রায় ৫০ লক্ষ বেশি জনসংখ্যা রয়েছে ভারতে। এছাড়া ভারত হচ্ছে পৃথিবীর বৃহত্তম ডেমোক্রেসি, সর্বধর্ম সমন্বয়ে ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ, ভারতের সংবিধানে যার স্পষ্ট উল্লেখ আছে। আয়তন বিচার করলে ভারত পৃথিবীর মধ্যে সপ্তম বৃহত্তম দেশ। বিশ্বের এই সবচেয়ে জনবহুল দেশের বৃহত্তম রাজ্য, জনসংখ্যার বিচারে বৃহত্তম রাজ্য কোনটি এই সাধারণ কয়েকটি প্রশ্নের উত্তর হয়তো অনেকেরই অজানা রয়েছে। আজ আমরা এই বিষয়ে কিছুটা আলোচনা করব।
বিষয় | ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি |
বিভাগ | শিক্ষা, জেনারেল নলেজ |
দেশ | ভারত |
সাল | ২০২৩ |
আজকের এই নিবন্ধে আপনারা জানতে পারবেন আয়তনে ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি, ভারতের সবচেয়ে বড় রাজ্যের নাম, ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি, জনসংখ্যার বিচারে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি ইত্যাদি বিষয়। শুধুমাত্র উল্লেখিত রাজ্য নয় প্রথম, দ্বিতীয়, তৃতীয় রূপে তালিকার মাধ্যমে আমরা পরপর কয়েকটি রাজ্যের নাম উল্লেখ করবো। এই ধরনের প্রশ্ন উত্তর ছাত্র-ছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি চাকরির পরীক্ষায়, প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের প্রশ্ন উত্তর আমরা লক্ষ্য করে থাকি। এছাড়া জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন প্রশ্ন-উত্তরের জন্য আমাদের ওয়েবসাইটের অন্যান্য নিবন্ধগুলি পড়তে পারেন।
আমরা সবাই জানি ভারতের মোট ২৮ টি রাজ্য ও ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। এই ২৮ টি রাজ্যের মধ্যে আয়তনে ভারতের সবচেয়ে বড় রাজ্যের নাম, জনসংখ্যা ও অন্যান্য বিষয় নিচে আলোচনা করা হলো,
আয়তনে ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি
আয়তনে ভারতের সবচেয়ে বৃহত্তম রাজ্য হল রাজস্থান, মোট আয়তন ৩৪২,২৩৯ কিমি², রাজস্থান ভারতের একদম পশ্চিম প্রান্তে অবস্থিত এবং এই রাজ্যের মোট জনসংখ্যা ৭৯,৫০২,৪৭৭। আয়তনে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য হল মধ্যপ্রদেশ, মোট আয়তন ৩০৮,২৪৫ কিমি²। আয়তনে ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য হল মহারাষ্ট্র, এই রাজ্যের মোট আয়তন ৩০৭,৭১৩ কিমি²। নিচের তালিকায় আয়তন অনুযায়ী ভারতের ২৮ টি রাজ্যের নাম ও মোট আয়তন দেওয়া হলো।
রাজ্য | আয়তন |
---|---|
রাজস্থান | ৩৪২,২৩৯ কিমি² |
মধ্যপ্রদেশ | ৩০৮,২৪৫ |
মহারাষ্ট্র | ৩০৭,৭১৩ |
উত্তর প্রদেশ | ২৪০,৯২৮ |
গুজরাট | ১৯৬,০২৪ |
কর্ণাটক | ১৯১,৭৯১ |
অন্ধ্রপ্রদেশ | ১৬২,৯৬৮ |
উড়িষ্যা | ১৫৫,৭০৭ |
ছত্রিশগড় | ১৩৫,১৯১ |
তামিলনাডু | ১৩০,০৫৮ |
তেলেঙ্গানা | ১১২,০৭৭ |
বিহার | ৯৪,১৬৩ |
পশ্চিমবঙ্গ | ৮৮,৭৫২ |
অরুণাচল প্রদেশ | ৮৩,৭৪৩ |
ঝাড়খন্ড | ৭৯,৭১৪ |
আসাম | ৭৮,৪৩৮ |
হিমাচল প্রদেশ | ৫৫,৬৭৩ |
উত্তরাখন্ড | ৫৩,৪৮৩ |
পাঞ্জাব | ৫০,৩৬২ |
হরিয়ানা | ৪৪,২১২ |
কেরালা | ৩৮,৮৬৩ |
মেঘালয় | ২২,৪২৯ |
মনিপুর | ২২,৩২৭ |
মিজোরাম | ২১,০৮১ |
নাগাল্যান্ড | ১৬,৫৭৯ |
ত্রিপুরা | ১০,৪৮৬ |
সিকিম | ৭০৯৬ |
গোয়া | ৩৭০২ |
ভারতের বৃহত্তম রাজ্যে রাজস্থান: সংক্ষিপ্ত বিবরণ
আয়তনের বিচারে ভারতের সবচেয়ে বড় এলাকা জুড়ে যে রাজ্যটি রয়েছে তার নাম রাজস্থান। ভারতের পশ্চিম প্রান্তে পাকিস্তান সীমানা সংলগ্ন এই রাজ্যটি অবস্থিত। রাজস্থানের অধিকাংশ অঞ্চল থর মরুভূমির অন্তর্গত রয়েছে। গুজরাট, মধ্যপ্রদেশ, হরিয়ানা, উত্তর প্রদেশ, পাঞ্জাব রাজ্যের সঙ্গে সীমানা রয়েছে এই রাজ্যটির। এই রাজ্যটির মোট জেলার সংখ্যা ৩৩ টি এবং রাজস্থানের রাজধানী শহর হল জয়পুর। প্রধানত হিন্দি ভাষা এই রাজ্যে প্রচলিত রয়েছে এছাড়া পাঞ্জাবি ও ইংরেজি ভাষা বলা হয়ে থাকে।

রাজ্য | রাজস্থান |
প্রতিষ্ঠা | ১৯৫৬ সাল |
রাজধানী | জয়পুর |
ভাষা | হিন্দি |
সাক্ষরতা | ৬৭% |
আরো পড়ুন, পৃথিবীর বয়স কত ২০২৩
আরো পড়ুন, বাংলাদেশের ১ নম্বর ধনী ব্যক্তি
ভারতের বৃহত্তম রাজ্যে রাজস্থান: পর্যটন কেন্দ্র
রাজস্থান বরাবরই পর্যটনের জন্য বিখ্যাত জয়পুর, উদয়পুর, জৈসলমের, যোধপুর ইত্যাদি অঞ্চলে ঐতিহাসিক দুর্গ, কেল্লা রয়েছে। যেগুলি দেখার জন্য প্রত্যেক বছর লক্ষ লক্ষ দর্শক এই অঞ্চলে আসেন। এছাড়া থর মরুভূমি, উল্লেখযোগ্য বিভিন্ন রিসোর্ট রাজস্থানে অত্যন্ত বিখ্যাত। বর্তমান সময়ে বলিউডের অভিনেতা অভিনেত্রীরা রাজস্থানে তাদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করেন। এছাড়া সিনেমার অভিনয়, তারকাদের ফটোশুট এ অঞ্চলে সব সময় হয়ে থাকে। রেলপথ, সড়ক পথ ও বিমানপথে আপনি খুব সহজেই রাজস্থান ভ্রমণ করতে পারবেন।
এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ, শিক্ষনীয় বিষয় সংক্রান্ত নিবন্ধ পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, টুইটার পেজ, ইন্সটাগ্রাম, ইউটিউব, শেয়ারচ্যাট ইত্যাদি প্লাটফর্মে ফলো করতে পারেন। ধন্যবাদ।
প্রশ্ন উত্তর পর্ব: ভারতের বৃহত্তম রাজ্যে রাজস্থান
ভারতের সবচেয়ে ছোট রাজ্যের নাম কি?
আয়তনে ভারতের সবচেয়ে ছোট রাজ্যের নাম হল গোয়া।
জনসংখ্যার বিচারে ভারতের সবচেয়ে বড় রাজ্যের নাম কি?
উত্তর প্রদেশ, জনসংখ্যা প্রায় ২৩ কোটি, ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য।
ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি?
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হল ভারতের সবচেয়ে বড় কেন্দ্রশাসিত অঞ্চল। এই দ্বীপপুঞ্জের মোট আয়তন ৮২৪৯ কিমি²।
বর্তমানে রাজস্থানের মোট জনসংখ্যা কত?
৭৯,৫০২,৪৭৭ রাজস্থানের মোট জনসংখ্যা ২০২৩ সাল অনুসারে, যার ফলে রাজস্থান ভারতের সপ্তম জনবহুল রাজ্যে পরিণত হয়েছে।