কত টাকা উপার্জন করেন বলিউড বাদশা ‘শাহরুখ খান’, ফ্যানের প্রশ্নে সত্যি জানালেন নিজেই

কত টাকা উপার্জন করেন বলিউড বাদশা 'শাহরুখ খান', ফ্যানের প্রশ্নে সত্যি জানালেন নিজেই

বলিউডের কিং বা বাদশা নামে আমরা একজনকেই চিনি। যার নাম বলা বাহুল্য, সকলের প্রিয় ‘শাহরুখ খান‘। বড় পর্দায় রোমান্সের কিং শাহরুখ খান পর্দার ওপারেও যেমন পর্দার এপাসেও ঠিক ততটাই বড় মনের মানুষ। গত কয়েক দশক ধরে যার অভিনয় মুগ্ধ করেছে ভারতের তথা বিশ্বের প্রত্যেকটি দর্শককে। বয়স গড়িয়েছে অনেক দূর কিন্তু অভিনয়টা আগের থেকে অনেক সাবলীল ভাবে এখনো করতে সক্ষম। তার অভিনয়ই সকলকে তার দিকে আকৃষ্ট করে।

যেকোনো সিনেমার প্রোমোশনে ফ্যানদের কাছে পৌঁছানোই হোক বা সোশ্যাল মিডিয়ায় ফ্যানদের সঙ্গে আলোচনা, তার উত্তর মন ছুয়ে যায় সকলের। সেন্স অফ হিউমার ও বুদ্ধিমত্তায় পরাজিত করেন সকলের মন। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে একটি ভার্চুয়াল মিটআপে। বছরের শুরুতে একটি ভার্চুয়াল মিটআপ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে তিনি প্রথমে জানিয়েছিলেন বছরে শুরুটা বেশ মজা করে শুরু করতে চান। সেখানেই তার ফ্যানরা তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন যার উত্তর তিনি দিয়েছেন বেশ মজা করেই।

আরো পড়ুন -নতুন অবতারে হৃত্বিক রোশন, পেশি ফোলানো ছবি পোস্ট করলেন, দেখুন সেই ছবি

একজন ফ্যান তাকে প্রশ্ন করেছিলেন মাসে কত টাকা উপার্জন করেন তিনি? এর উত্তর প্রকাশ্যে নিয়ে আসাটা অবশ্যই উচিত নয়, তবে ভক্তের কৌতুহলে তিনি বেশ মজাই পেয়েছিলেন এবং সত্যিটাও বলে দিয়েছিলেন। ফ্যানের এরকম প্রশ্নের উত্তরে শাহরুখ খান সরাসরি বলেন “প্রত্যেকদিন যে অগাধ ভালোবাসা ফ্যানদের কাছ থেকে আমি পাই তাই হলো আমার উপার্জন”। শাহরুখের এরকম উত্তরে সকল ফ্যানরা আনন্দিত। এই ভালোবাসাই আজ তাকে বলিউডের বাদশা বানিয়েছে।

Previous articleজাভেদ আখতারের সঙ্গে উরফি জাভেদ, মন্তব্য ‘দাদুর সঙ্গে দেখা হলো’, এ কি বললেন উরফি!
Next articleAmerican Visa fee: দ্বিগুণ বাড়তে পারে আমেরিকার ভিসা ফি!
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply