জাভেদ আখতারের সঙ্গে উরফি জাভেদ, মন্তব্য ‘দাদুর সঙ্গে দেখা হলো’, এ কি বললেন উরফি!

জাভেদ আখতারের সঙ্গে উরফি জাভেদ

Uorfi Javed: সোশ্যাল মিডিয়ার ঝড় তোলা এবং ইয়াংস্টার-দের মাঝে সবচেয়ে বেশি ট্রোলড হওয়া ভাইরাল উরফি জাভেদের নতুন মন্তব্য সাড়া ফেলেছে নেট পাড়ায়।

সম্প্রতি ইনস্টাগ্রামে জনপ্রিয় উরফি জাভেদ এবং অন্যতম গায়ক জাভেদ আখতারের মধ্যে দেখা হয় পরস্পরের। নামের মধ্যে মিল অনেকটাই, দুজনের নামেই জাভেদ কথাটি রয়েছে, যে কারণে কিছুদিন আগেই নেট মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়ে। যেখানে বলা হয়েছে তারা দুজনেই হয়তো সম্পর্কযুক্ত। অনেকে এও বলেছেন যে উরফি নাকি জাভেদ আখতারের নাতনি। ইনস্টাগ্রামে বিভিন্ন ট্রলারদের মুখে জবাব দেওয়াতে বেশ নাম উরফি জাভেদের। ঠিক এক্ষেত্রে তার অন্যথা ঘটেনি। তিনি পরিষ্কার জানিয়ে দেন কোন রক্তের সম্পর্ক নেই তার এবং জাভেদ আক্তারের মধ্যে।

সম্প্রতি জাভেদ আখতার এর সঙ্গে দেখা হয়েছিল সেখানে উরফি জাভেদের। সেখানেই উরফি একটি মজার মন্তব্য করে বসেন। তিনি বলেন ‘দাদুর সঙ্গে দেখা হলো’। শুধু এখানেই শেষ নয় জাভেদের সঙ্গে একটি সেলফিও শেয়ার করেছেন তিনি এবং সেখানে তিনি লেখেন অবশেষে আমার দাদুর সঙ্গে দেখা হলো। উরফির এমনও মন্তব্য নেটিজেনদের কাছে হয়ে উঠেছে এক হাসির খোরাক। চর্চায় উঠে এসেছেন আবারও তবে তিনি এসবকে পাত্তা দেন না কখনোই।

আরো পড়ুন -একেবারে অবিকল অমিতাভ বচ্চন, দেখুন ভাইরাল ভিডিও

সর্বদা চর্চায় থাকা উরফির সাম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে তাকে প্রশ্ন করা হয় কোনদিন তিনি তার পোশাক নিয়ে অপ্রস্তুতিতে পড়েছেন কিনা! উত্তরে উরফি জানিয়েছেন তার যা রয়েছে বাকিদেরও তাই রয়েছে সে নিয়ে লজ্জা পাওয়া বা অপ্রস্তুত হওয়ার মত কোন ঘটনা ঘটার কথাই নয়। তিনি তার আত্মীয় দের উদেশ করে বলেন আমায় নিয়ে কে কি ভাবে বা কি বলে তা নিয়ে আমার কিছু যায় আসে না।

Previous articleNASA News: ৩৮ বছরের পুরনো নাসা স্যাটেলাইট আছড়ে পড়বে পৃথিবীতে, জানালো নাসা
Next articleকত টাকা উপার্জন করেন বলিউড বাদশা ‘শাহরুখ খান’, ফ্যানের প্রশ্নে সত্যি জানালেন নিজেই
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply