মঙ্গল গ্রহে INGENUITY-এর ষষ্ঠ উড়ান কতটা সফলতা পেয়েছে? জানালো নাসা

আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) এর মঙ্গল গ্রহের হেলিকপ্টার INGENUITY তার ষষ্ঠ উড়ানটি সম্পন্ন করেছে। নাসা জানিয়েছে, এই উড়ানে কিছু যান্ত্রিক গোলযোগ দেখা দিলেও সব শেষে অক্ষত অবস্থায় হেলিকপ্টারটিকে মঙ্গলের মাটিতে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা।

INGENUITY হেলিকপ্টারটি গত ২২ মে মঙ্গল গ্রহে তার সবচেয়ে বড় এবং চ্যালেঞ্জিং ষষ্ঠ উড়ান সম্পন্ন করে, এই মিশনের এর উদ্দেশ্য ছিল রোটরক্রাফট এর সাহায্যে লালগ্রহের অনেক বেশি অঞ্চলজুড়ে পর্যবেক্ষণ করা।

১.৮ কিলোগ্রাম ওজনের হেলিকপ্টারটির এই উড়ানের লক্ষ্য ছিল ৩৩ ফিট (১০ মিটার) উচ্চতা অর্জন করে দক্ষিণ-পশ্চিমে ৪৯২ ফিট (১৫০ মিটার) অগ্রসর হয়ে দক্ষিনে আরো ৪৯ ফিট (১৫ মিটার) দূরত্বে যাওয়া এবং সেই অঞ্চলের পশ্চিম দিকে মঙ্গল গ্রহের ছবি তুলে ১৬৪ ফিট উত্তর পূর্বে উড়ে নিরাপদ জায়গায় অবতরণ করা।

আরো পড়ুন-নাসা আর্টেমিস মিশন: যৌথভাবে রোভার তৈরি করবে দুই মার্কিন সংস্থা

INGENUITY এর ষষ্ঠ উড়ান শুরু হওয়ার প্রথম দিকে সবকিছু ঠিক থাকলেও ঠিক ৫৪ সেকেন্ড পর যখন এটি ৩৩ ফিট (১০ মিটার) উচ্চতা অর্জন করে তখন এটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। মঙ্গলের আকাশে এটি আগে প্রায় পাঁচটি উড়ান যথাযথভাবে সম্পন্ন করেছে। তবে এই ষষ্ঠ উড়ানেই এটিতে প্রথম বড় কোন যান্ত্রিক গোলযোগ দেখা দেয়।

জেট প্রপুলসন ল্যাবরেটরি গত বৃহস্পতিবার একটি বিবৃতিতে জানায়, এই পরীক্ষামূলক INGENUITY হেলিকপ্টারে যান্ত্রিক গোলযোগের পরেও সফলভাবে মঙ্গলের মাটিতে অবতরণ করতে সক্ষম হয়েছে কোনরকম বিপত্তি ছাড়াই।

হেলিকপ্টারটির চিফ পাইলট হার্ভার্ড গ্রিপ জানান, INGENUITY এর নেভিগেশন ক্যামেরা গুলির মধ্যে একটি সঠিকভাবে কাজ না করার জন্য হেলিকপ্টার এর অবস্থান সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি হয়, যে কারণে এটি ২০ ডিগ্রী কাত হয়ে আগে-পিছে করতে থাকে। তবে এই সমস্যার পরেও এটি সঠিকভাবে অবতরণ করতে সক্ষম হয় এবং কোন ক্ষয়ক্ষতি প্রমাণ এখনো পাওয়া যায়নি।

“মঙ্গল গ্রহে INGENUITY-এর ষষ্ঠ উড়ান কতটা সফলতা পেয়েছে? জানালো নাসা”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন