আপনার whatsapp অ্যাকাউন্ট প্রতারনা হওয়া থেকে বাঁচবেন কিভাবে? দেখুন বিস্তারিত

হোয়াটসঅ্যাপ এর নতুন ফিচার: Whatsapp Multi Device, শুরু হতে চলেছে বিটা টেস্টিং

বর্তমান যুগ হলো সোশ্যাল মিডিয়ায় যুগ। যেখানে প্রত্যেক স্মার্টফোন ব্যবহারকারীদের দিন শুরু এখান থেকেই এবং শেষও এখানেই। আর এই সোশ্যাল মিডিয়ায় বিরাট অংশ জুড়ে রয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ও ইনস্টাগ্রাম।

সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকের ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ সার্ভিস হোয়াটসঅ্যাপ বর্তমানে অধিকাংশ মানুষেরই পছন্দের ম্যাসেজিং অ্যাপ। এই অ্যাপের জনপ্রিয়তা বলা বাহুল্য। যে কারণে এই অ্যাপের সুরক্ষার দিকটাও ততটাই প্রয়োজনীয়। সম্প্রতি হোয়াটসঅ্যাপের সুরক্ষায় খামতি প্রকাশ্যে এসেছে বেশ কয়েকবার। যার ফলে প্রশ্ন উঠেছে ব্যবহারকারীদের ডেটা সুরক্ষার উপরেও।

হোয়াটসঅ্যাপের সুরক্ষায় খামতি থাকার কারণেই যদি অসাধু ব্যক্তি আপনার হোয়াটসঅ্যাপ নম্বর হতে পায়, তবে সহজেই আপনাকে হোয়াটসঅ্যাপ থেকে সাসপেন্ড করে দিতে পারে চিরদিনের জন্য। যা একটি বড় সমস্যার কারণ হয়ে উঠতে পারে। তবে এক্ষেত্রে বাঁচার উপায়টি ও আপনার জেনে রাখার বিশেষ প্রয়োজন। কিভাবে সুরক্ষিত রাখবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি, চলুন জেনে নেওয়া যাক।

আরো পড়ুন-Whatsapp-এর নতুন ফিচার, এবার ২৪ ঘন্টার মধ্যেই মুছে যাবে হোয়াটসঅ্যাপ মেসেজ

আপনি কি জানেন, যে কোনো অসাধু ব্যক্তি আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটি ব্যাবহার করে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চিরদিনের জন্যে সাসপেন্ড করে দিতে পারে। যা হলে আপনি সেই নম্বরটি ব্যাবহার করে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। এমনকি পুরনো অ্যাকাউন্টটি থেকেও হাত ধুতে হবে আপনাকে।

কোনো অসাধু ব্যক্তি আপনার নম্বরটি ব্যাবহার করে বার বার হোয়াটসঅ্যাপে লগইন করার চেষ্টা করলে আপনার কাছে একটি OTP আসবে। যে OTP সেই অসাধু ব্যক্তির পক্ষে জানতে পারাটা অসম্ভব। আর বার বার চেষ্টার কারণে একটা সময় পর হোয়াটসঅ্যাপের তরফ থেকে সুরক্ষার কারণে সাসপেন্ড করে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টটি। যা খুবই সহজ একটি উপায়। এই ভাবে যে কেউ আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারবেন।

হোয়াটসঅ্যাপ সুরক্ষিত রাখার উপায়:

  • আপনার স্মার্টফোনে নিজস্ব হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খুলে Settings অপশনে যান।
  • Settings এ থাকা Account > Two-step verification অপশনটি খুলুন।
  • অপশনটি এনাবল করে সিকিউরিটি পিনটি যুক্ত করুন।
  • হোয়াটসঅ্যাপ আপনার কাছে ইমেল জানতে চাইবে, সেখানে আপনার নিজস্ব ইমেল আইডিটি দিন।

পূর্ববর্তী কারণ অথবা অন্য কোনো কারণে আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড হলে আপনি আপনার ইমেল থেকে খুব সহজেই অ্যাকাউন্টটি আনলকের জন্যে আবেদন জানতে পারবেন হোয়াটসঅ্যাপে। এর পর সহজেই আপনি আপনার ইমেল ব্যাবহার করে পুনরায় অ্যাকসেস পেয়ে যাবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের।

Previous articleভারতের জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়? অধিনায়ক হতে পারেন শিখর ধাওয়ান
Next article11 কোটি টাকা ছাড়িয়ে গেল বিরাট কোহলির রিলিফ ফান্ডে। দেখুন বিস্তারিত
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

2 COMMENTS

Leave a Reply