IBPS RRB নিয়োগ 2023: শূন্যপদ ৮৬১২, শেষ তারিখ ২১ জুন, আবেদন করুন

IBPS RRB নিয়োগ 2023

IBPS RRB নিয়োগ 2023: ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল এন্ড সিলেকশন এর তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে ৮৬১২ জন প্রার্থী নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করতে হবে ২১ জুন তারিখের পূর্বে। যারা ব্যাংকে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বড় সুযোগ সেই কারণে দেরি না করে শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি বিষয় বিশদে দেখে অনলাইনে আবেদন করুন। এই নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশন ও সরাসরি আবেদন লিংক আপনারা এই পোষ্টের নিচে পেয়ে যাবেন।

নিয়োগIBPS RRB
বিভাগব্যাংকে চাকরি
পোস্টবিভিন্ন ধরনের
শূন্যপদ৮৬১২
আবেদন পদ্ধতিঅনলাইন
স্থানসারা ভারত
শেষ তারিখ২১ জুন ২০২৩
ওয়েবসাইটwww.ibps.in

IBPS RRB নিয়োগ 2023: তারিখ

আবেদন শুরু০১-০৬-২০২৩
আবেদন শেষ২১-০৬-২০২৩

IBPS RRB নিয়োগ 2023: শূন্যপদের বিবরণ

  • মাল্টিপারপাস- 5538
  • অফিসার স্কেল-I- 2485
  • কৃষি- 60
  • মার্কেটিং অফিসার- 03
  • ট্রেজারি ম্যানেজার- 08
  • আইন- 24
  • CA- 21
  • IT- 68
  • জেনারেল অফিসার- 332
  • অফিসার স্কেল-III- 73

IBPS RRB নিয়োগ 2023: শিক্ষাগত যোগ্যতা

মাল্টিপারপাস- গ্রেজুয়েশন সম্পন্ন থাকতে হবে, লোকাল ভাষা জানতে হবে, কম্পিউটার নলেজ থাকতে হবে।

অফিসার স্কেল-I- গ্রেজুয়েশন সম্পন্ন থাকতে হবে, লোকাল ভাষা জানতে হবে, কম্পিউটার নলেজ থাকতে হবে।

কৃষি- Agriculture / Horticulture / Dairy / Animal Husbandry / Forestry / Veterinary Science / Agricultural Engineering ডিগ্রী সম্পূর্ণ করে থাকতে হবে ৫০% নম্বর সহ সঙ্গে দু বছরের অভিজ্ঞতা লাগবে।

মার্কেটিং অফিসার- MBA ডিগ্রী থাকতে হবে মার্কেটিং কিভাবে সঙ্গে এক বছরের অভিজ্ঞতা লাগবে।

ট্রেজারি ম্যানেজার- MBA অর্থনীতি বিভাগে অথবা চার্টার অ্যাকাউন্ট ডিগ্রী থাকতে হবে সঙ্গে এক বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক।

আইন- Law বিভাগে ব্যাচেলার ডিগ্রী সম্পন্ন করে থাকতে হবে, সঙ্গে দু বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক।

CA- চার্টার একাউন্ট ডিগ্রী থাকতে হবে সঙ্গে সংশ্লিষ্ট বিভাগে এক বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক।

IT- ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, কমিউনিকেশন ইত্যাদি বিভাগে ডিগ্রী সম্পন্ন করে থাকতে হবে ৫০% নম্বর সহ সঙ্গে এক বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক।

জেনারেল অফিসার- ব্যাচেলার ডিগ্রী সম্পন্ন করে থাকতে হবে বিশ্ববিদ্যালয় থেকে, সঙ্গে দু বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগে।

অফিসার স্কেল-III- ব্যাচেলর ডিগ্রী সম্পন্ন করে থাকতে হবে সঙ্গে ৫ বছরের অভিজ্ঞতা লাগবে ফাইন্যান্সিয়াল ও ব্যাংকিং বিভাগে।

IBPS RRB নিয়োগ 2023: বয়স

  • মাল্টিপারপাস- ১৮ থেকে ২৮
  • অফিসার স্কেল-I- ১৮ থেকে ৩০
  • কৃষি- ২১ থেকে ৩২
  • মার্কেটিং অফিসার- ২১ থেকে ৩২
  • ট্রেজারি ম্যানেজার- ২১ থেকে ৩২
  • আইন- ২১ থেকে ৩২
  • CA- ২১ থেকে ৩২
  • IT- ২১ থেকে ৩২
  • জেনারেল অফিসার- ২১ থেকে ৩২
  • অফিসার স্কেল-III- ২১ থেকে ৪০

IBPS RRB নিয়োগ 2023: বেতন

বেতন সংক্রান্ত বিষয়ে জানার জন্য অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।

IBPS RRB নিয়োগ 2023: নিয়োগ প্রক্রিয়া

  • লিখিত পরীক্ষা
  • ইন্টারভিউ
  • নথিপত্র যাচাই

IBPS RRB নিয়োগ 2023: আবেদন মূল্য

জেনারেল, ওবিসি- ৮৫০ টাকা
SC, ST, PWD- ১৭৫ টাকা

কিভাবে আবেদন করতে হবে ?

  • অনলাইনে আবেদন করতে হবে এই www.ibps.in অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে।
  • এরপর হোম পেজ থেকে কেরিয়ার অপশনে যাবেন এবং এই নিয়োগে বিজ্ঞপ্তি খুঁজে বার করবেন।
  • সেখান থেকে প্রথমে এপ্লাই অনলাইন অপশনে ক্লিক করবেন।
  • এখানে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে মোবাইল নাম্বার ও ইমেইল আইডির মাধ্যমে।
  • রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি অ্যাপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড পেয়ে যাবেন।
  • এই আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন এবং ফর্মটি সম্পূর্ণ ফিলাপ করবেন।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করবেন।
  • আবেদন মূল্য প্রদান করবেন অনলাইনে।
  • সব হয়ে গেলে ফর্ম টি একবার সম্পূর্ণ রিভিউ করে নেবেন ও ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবেন।
  • এরপর ফরমের একটি প্রিন্ট কপি নিজের কাছে রেখে দেবেন ভবিষ্যতের জন্য।

অনলাইন আবেদনCLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইটCLICK HERE
নোটিফিকেশনCLICK HERE

Previous article‘আদিপুরুষ’ সিনেমার জন্য ১০,০০০ টিকিট বুক করবে রণবীর কাপুর, কেন? দেখুন বিস্তারিত
Next articleপৃথিবীর সবচেয়ে নোংরা মানুষ। যে 65 বছর স্নান করেনি
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply