পৃথিবীর সবচেয়ে নোংরা মানুষ। যে 65 বছর স্নান করেনি

পৃথিবীর সবচেয়ে নোংরা মানুষ

পৃথিবীর সবচেয়ে নোংরা মানুষ, হ্যাঁ আপনাদের মনে হয়ত প্রশ্ন হতেই পারে এরকম কি কোন মানুষ আছে পৃথিবীতে। তবে তার উত্তর অবশ্যই হ্যাঁ হবে। পশ্চিম এশিয়ায় অবস্থিত ইরানের আমো হাজি নামে এক ব্যক্তি যে 65 বছর স্নান করেনি। যাকে পৃথিবীর সবচেয়ে নোংরা মানুষ বলা হয়।

পৃথিবীর সবচেয়ে নোংরা মানুষ

আমো হাজি স্নান করতে ভয় পান, তার মতে তিনি যদি স্নান করেন তার গায়ে রোগ বাসা বাঁধবে। তিনি স্নান না করে যথেষ্ট সুস্থ আছেন। বর্তমানে আমো হাজির বয়স 83 বছর। আমাদের এই জাঁকজমকপূর্ণ পৃথিবীর কোন সুবিধাই তার কাছে নেই। তার গায়ের রং একদম পৃথিবীর মাটির মতো, দেখলে হয়তো অনেকেরই গা ঘিনঘিন করতে পারে।

পৃথিবীর সবচেয়ে নোংরা মানুষ
পৃথিবীর সবচেয়ে নোংরা মানুষ

যখন তার চুল বড় হয়ে যায় আগুন দিয়ে পুড়িয়ে তিনি তার চুল কে ছোট করেন। তিনি ইরানি মরুভূমিতে বসবাস করেন। আমো হাজির খাদ্যাভাস শুনলে আপনি অবাক হবেন, পচা মাংস খান তিনি। সজারুর মাংস খেতে তার খুব ভালো লাগে। সিগারেটও খান তিনি কিন্তু তার সিগারেট সম্পূর্ণ তার নিজের তৈরি। পশুদের মল রোদে শুকনো করে তারপর সেটিকে একটি পাইপের মধ্যে জ্বালিয়ে টান দেন তিনি। চরম সুখ নাকি এখান থেকেই পান তিনি।

পৃথিবীর সবচেয়ে নোংরা মানুষ
পৃথিবীর সবচেয়ে নোংরা মানুষ

নিজের মুখ দেখার জন্য আয়না রূপে তিনি একটি গাড়ির আয়না কে ব্যবহার করেন। আশেপাশের গ্রাম থেকে পাওয়া তথ্য অনুযায়ী কোনো এক অজ্ঞাত কারণবশত তিনি মানসিক ভারসাম্য হারান। তারপর থেকেই তিনি এভাবে জীবন যাপন করেন।

দক্ষিণ ইরানের দেজগাহ নামে একটি বিচ্ছিন্ন গ্রামের কাছে মরুভূমিতে তিনি একটি গর্তে থাকেন। গ্রামবাসীরা তার জন্য একটি কুঁড়েঘর তৈরি করে দিলেও তিনি সেখানে থাকতে পছন্দ করেন না।

Previous articleIBPS RRB নিয়োগ 2023: শূন্যপদ ৮৬১২, শেষ তারিখ ২১ জুন, আবেদন করুন
Next articleমোনালিসা ছবির রহস্য, ইতিহাস | Monalisa Painting History in Bengali
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।