টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ ভারতীয় দল ঘোষিত হল

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ ভারতীয় দল ঘোষিত হল

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ ভারতীয় দল: অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত হল ভারতীয় দল। পূর্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। এবার বহু চমকের সাথে ঘোষিত হলো ভারতীয় দল। যেহেতু UAE তে এবছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হচ্ছে। সেই কারণে দলে ফাস্ট বোলারদের তুলনায় স্পিনারদের প্রাধান্য বেশি দেওয়া হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ ভারতীয় দল
  1. বিরাট কোহলি (অধিনায়ক)
  2. রোহিত শর্মা (সহ-অধিনায়ক)
  3. কেএল রাহুল
  4. সূর্যকুমার যাদব
  5. ঋষভ পান্ত (উইকেট কিপার)
  6. ইশান কিষান (উইকেট কিপার)
  7. হার্দিক পান্ড্য
  8. রবীন্দ্র জাদেজা
  9. রাহুল চাহার
  10. রবিচন্দ্রন অশ্বিন
  11. অক্ষর প্যাটেল
  12. বরুণ চক্রবর্তী
  13. জসপ্রিত বুমরাহ
  14. ভুবনেশ্বর কুমার
  15. মোহাম্মদ শামি
স্ট্যান্ডবাই খেলোয়াড়
  1. শ্রেয়াস আইয়ার
  2. শার্দুল ঠাকুর
  3. দীপক চাহার

আরো পড়ুন- টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ নিউজিল্যান্ডের দল

আরো পড়ুন- টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ অস্ট্রেলিয়ার দল

দলের স্পিন বিভাগে বড় পরিবর্তন এনেছে ভারতের নির্বাচক কমিটি যুবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব কাউকেই দলে সুযোগ দেওয়া হয়নি। অন্যদিকে রবিচন্দ্রন অশ্বিনের প্রত্যাবর্তন ঘটেছে ভারতীয় দলে। এছাড়া রহুল চাহার ও বরুণ চক্রবর্তীর মত নতুন স্পিনার এর উপর ভরসা রেখেছে নির্বাচকমণ্ডলী। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে সহ-অধিনায়ক রোহিত শর্মাকে রাখা হয়েছে। ভারতে সংঘটিত হওয়া ইংল্যান্ড সিরিজ ও সদ্যসমাপ্ত হওয়া শ্রীলঙ্কা সিরিজের ওপর ভিত্তি করে উইকেট কিপার ঋষভ পান্থের সঙ্গে তরুণ ঈশান কিশান কে দলে জায়গা দেওয়া হয়েছে।

Previous articleপাবজি নির্মাতা কোম্পানি আনতে চলেছে নয়া ওপেন ওয়ার্ল্ড গেম ‘Prologue’
Next articleBGMI গেমে যুক্ত হতে চলেছে হিন্দি ভাষা, থাকছে আরো নতুন আপডেট
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

2 COMMENTS

Leave a Reply