আইসিসি ব্যাটিং টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে সবাইকে ছাপিয়ে উঠে এলো অস্ট্রেলিয়ার এই তরুণ নবাগত ক্রিকেটার। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছিল ইংল্যান্ডের জো রুট কিন্তু চলতি অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার দুরন্ত পারফর্মেন্স ও ওপেনার মারনাস ল্যাবুসচেনের শতরান তাকে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে নিয়ে গেছে।
তালিকায় প্রথম ১০ জনের মধ্যে দু-জন ভারতীয় ব্যাটসম্যান রয়েছে রোহিত শর্মা ও বিরাট কোহলি। সম্প্রতি খারাপ পারফরম্যান্সের কারণে বিরাট কোহলির র্যাঙ্কিং বর্তমানে সপ্তম নম্বরে। রোহিত শর্মা রয়েছেন পঞ্চম স্থানে। এছাড়া ১২ নম্বরে রয়েছেন মায়ানক আগারওয়াল ও ১৪ নম্বরে রয়েছেন ঋষভ পন্ত।
আইসিসি ব্যাটিং টেস্ট র্যাঙ্কিং ২০২১
- মারনাস ল্যাবুসচেন
- জো রুট
- স্টিভেন স্মিথ
- কেন উইলিয়ামসন
- রোহিত শর্মা
- ডেভিড ওয়ার্নার
- বিরাট কোহলি
- দিমুথ করুনারত্নে
- বাবর আজম
- ট্রাভিস হেড
বোলিং র্যাঙ্কিং এর তালিকায় প্রথম স্থানে রয়েছেন প্যাট কামিন্স ও দ্বিতীয় স্থানে রয়েছেন রবিচন্দন অশ্বিন। তালিকায় ১২ নম্বরে রয়েছেন জসপ্রিত বুমরা।
আইসিসি বোলিং টেস্ট র্যাঙ্কিং ২০২১
- প্যাট কামিন্স
- রবি অশ্বিন
- শাহীন আফ্রীদি
- টিম সাউদি
- জশ হেজেলউড
- কাকিসো রাবাদা
- নীল ওয়েগনার
- জেমস অ্যান্ডারসন
- মিচেল স্টার্ক
- কাইল জামিসন
আরো পড়ুন- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ২০২১: ঘোষিত হল টেস্ট সিরিজের দল, দেখুন বিস্তারিত
[…] […]