আইসিসি ব্যাটিং টেস্ট র‍্যাঙ্কিং এর শীর্ষে উঠে এলো এই তরুণ নবাগত ক্রিকেটার

আইসিসি ব্যাটিং টেস্ট র‍্যাঙ্কিং এর শীর্ষে উঠে এলো এই তরুণ নবাগত ক্রিকেটার

আইসিসি ব্যাটিং টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে সবাইকে ছাপিয়ে উঠে এলো অস্ট্রেলিয়ার এই তরুণ নবাগত ক্রিকেটার। আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছিল ইংল্যান্ডের জো রুট কিন্তু চলতি অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার দুরন্ত পারফর্মেন্স ও ওপেনার মারনাস ল্যাবুসচেনের শতরান তাকে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে নিয়ে গেছে।

তালিকায় প্রথম ১০ জনের মধ্যে দু-জন ভারতীয় ব্যাটসম্যান রয়েছে রোহিত শর্মা ও বিরাট কোহলি। সম্প্রতি খারাপ পারফরম্যান্সের কারণে বিরাট কোহলির র‍্যাঙ্কিং বর্তমানে সপ্তম নম্বরে। রোহিত শর্মা রয়েছেন পঞ্চম স্থানে। এছাড়া ১২ নম্বরে রয়েছেন মায়ানক আগারওয়াল ও ১৪ নম্বরে রয়েছেন ঋষভ পন্ত।

আইসিসি ব্যাটিং টেস্ট র‍্যাঙ্কিং ২০২১
  1. মারনাস ল্যাবুসচেন
  2. জো রুট
  3. স্টিভেন স্মিথ
  4. কেন উইলিয়ামসন
  5. রোহিত শর্মা
  6. ডেভিড ওয়ার্নার
  7. বিরাট কোহলি
  8. দিমুথ করুনারত্নে
  9. বাবর আজম
  10. ট্রাভিস হেড

বোলিং র‍্যাঙ্কিং এর তালিকায় প্রথম স্থানে রয়েছেন প্যাট কামিন্স ও দ্বিতীয় স্থানে রয়েছেন রবিচন্দন অশ্বিন। তালিকায় ১২ নম্বরে রয়েছেন জসপ্রিত বুমরা।

আইসিসি বোলিং টেস্ট র‍্যাঙ্কিং ২০২১
  1. প্যাট কামিন্স
  2. রবি অশ্বিন
  3. শাহীন আফ্রীদি
  4. টিম সাউদি
  5. জশ হেজেলউড
  6. কাকিসো রাবাদা
  7. নীল ওয়েগনার
  8. জেমস অ্যান্ডারসন
  9. মিচেল স্টার্ক
  10. কাইল জামিসন

আরো পড়ুন- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ২০২১: ঘোষিত হল টেস্ট সিরিজের দল, দেখুন বিস্তারিত

Previous articleWhatsapp Web: আসতে চলেছে নতুন ফিচার, নির্দিষ্ট ব্যক্তির জন্য বন্ধ করা যাবে লাস্ট সিন এবং প্রোফাইল পিকচার
Next articleFood Delivery In Space! মহাকাশে খাবার পৌঁছে দেবে উবার ইটস
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply