ফাইনালে নীরজ নিজের জ্যাভলিন খুঁজে পেয়েছিলেন পাক প্রতিদ্বন্দ্বীর হাতে। অভিজ্ঞতা জানিয়েছেন নীরজ

এবছর টোকিও অলিম্পিকে ভারতের হয়ে স্বর্ণপদক জয় করেছেন নীরজ চোপরা(Neeraj chopra)। অলিম্পিকে তিনি জ্যাভলিন থ্রো তে স্বর্ণপদক এনেছেন। তার এই জয়ে সারা দেশ মেতেছে তার প্রশংসায়। শুধু স্বর্ণপদক জয়ী তাই নয় তিনি এ বছরের প্রথম স্বর্ণপদকটি এনেছেন। অলিম্পিকে সোনাজয়ের এর পর থেকেই বেড়েছে তার বিশাল জনপ্রিয়তা। সারা দেশের মানুষের মুখে একটি নাম নীরজ চোপরা।

অলিম্পিক(Olympic) জয়ের পর থেকে উঠে এসেছে তার জীবন সম্পর্কে নানা গল্প। তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমের সামনে অনেক কথাই বলেছেন। সম্প্রতি তিনি দা টাইমস অফ ইন্ডিয়া’র এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি ফাইনাল শুরু হওয়ার আগে তার জ্যাভলিন অর্থাৎ বর্শা টি খুঁজে পাচ্ছিলেন না। খুঁজতে গিয়ে হঠাৎই তিনি তার জ্যাভলিনটি পাকিস্তানি প্রতিদ্বন্দী আর্শাদ নদিমের হাতে দেখতে পান।

আরও পড়ুন – অনুশীলনে ছয় মেরে নিজেই বল খুজতে গেলেন MS ধোনি

তখন তিনি তার জ্যাভলিনটি আর্শাদের থেকে চেয়ে নেন। আর্শাদ তখন জ্যাভলিন টি দিয়ে দেয়। আর্শাদ জানিয়েছেন তিনি নীরজকে নিজের গুরু মনে করেন। নীরজও আর্শাদের প্রশংসা করেন। নীরজ আরো বলেছেন কোয়ালিফাইং রাউন্ডে আর্শাদ যথেষ্ট ভাল প্রদর্শন করেছেন। এটা তাদের দেশের মানুষদের জ্যাভলিনের প্রতি আরো বেশি করে আগ্রহী করবে।

Leave a Reply