iPhone 13 লঞ্চের তারিখ? কবে থেকে প্রি-অর্ডার শুরু? জানুন বিশদে

বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং অত্যাধুনিক ফিচারে ভরপুর আইফোন এর পরবর্তী সিরিজ অর্থাৎ আইফোন ১৩ সিরিজ লঞ্চের দিন প্রকাশ পেল। আগামী সেপ্টেম্বর মাসেই লঞ্চ হতে পারে আইফোনের ১৩ সিরিজ। এর পূর্বে বিভিন্ন সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছিল সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ লঞ্চ হতে পারে আইফোন ১৩ সিরিজ। তবে অ্যাপল কর্তৃপক্ষ থেকে নতুন একটি তারিখ সামনে এসেছে। কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে আগামী ২৪ সেপ্টেম্বর সম্ভবত নতুন আইফোন ১৩ সিরিজ লঞ্চ হতে পারে।

আইফোন এর নতুন এই সিরিজে থাকছে মোট চারটি মডেল, ঠিক যেমনটা আইফোনের ১২ সিরিজে ছিল। আইফোন ১৩ সিরিজের চারটি মডেল এর নাম হল- আইফোন ১৩ প্রো, আইফোন ১৩ প্রো ম্যাক্স, আইফোন ১৩ এবং সবচেয়ে লো ভার্শন আইফোন ১৩ মিনি। আইফোনের ১৩ সিরিজের এই চারটি মডেল এর প্রি-অর্ডার শুরু হতে পারে ১৭ সেপ্টেম্বর থেকে এবং যদি ১৭ তারিখ প্রি-অর্ডার শুরু হয় তবে ২৪ সেপ্টেম্বর থেকেই বিক্রি শুরু হতে পারে আইফোন ১৩ সিরিজের। বিশেষজ্ঞদের একাংশের মতে তথ্য সঠিক হলে ১৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে আইফোন ১৩ লঞ্চের ব্যাপারে ঘোষণা করবে অ্যাপল কর্তৃপক্ষ।

আইফোন ১৩ সিরিজ এর ব্যাপারে আরো অনেকগুলি নতুন তথ্য সামনে এসেছে। যেমন বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী শোনা যাচ্ছে সানসেট গোল্ড রঙে লঞ্চ হতে পারে আইফোন ১৩। আইফোন ১৩-এ থাকবে ডুয়েল রিয়ার ক্যামেরা এবং ডিসপ্লেতে একটি নচ ডিজাইন। নচ ডিজাইন এর মধ্যেই সেলফি ক্যামেরা টি যুক্ত থাকবে। আইফোন ১৩ সিরিজে দাম বৃদ্ধি না করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ। আইফোন ১২ এর থেকে উন্নত মানের ক্যামেরা, ডিসপ্লে, অত্যাধুনিক ফিচার এবং ব্যাটারি থাকা সত্বেও আইফোন ১২ সিরিজের দামেই লঞ্চ করা হবে আইফোন ১৩। আইফোন ১২ সিরিজের চারটি মডেলের দামেই থাকবে আইফোন ১৩ সিরিজের চারটি মডেল। এছাড়াও ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে নতুন আইফোনে। অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে আইফোন ১২ থেকে অনেকটাই তাড়াতাড়ি চার্জ হবে আইফোন ১৩ সিরিজের ফোন গুলি।

আরো পড়ুন-ভারতে লঞ্চ হলো স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ ও জেড ফ্লিপ ৩, জানুন বিশদে

আইফোন ১৩ সিরিজ লঞ্চ এর সাথেই অ্যাপেল লঞ্চ করবে একটি অডিও ডিভাইসের। যে ডিভাইসটির নাম থার্ড জেনারেশন এয়ারপড। যদিও এর নামটি পরবর্তীতে পরিবর্তন করা হতে পারে। জানা গিয়েছে ৩০ সেপ্টেম্বর এটি লঞ্চের সম্ভাবনা রয়েছে। অ্যাপেলের নতুন এই থার্ড জেনারেশন এয়ারপডসে IPX4 Water Resistance ফিচার যুক্ত হতে পারে।

“iPhone 13 লঞ্চের তারিখ? কবে থেকে প্রি-অর্ডার শুরু? জানুন বিশদে”-এ 2-টি মন্তব্য

মন্তব্য করুন