নেট দুনিয়া কাঁপাচ্ছে মানিকে মাগে হিঠে গান। ভাইরাল হলেন সিংহলি গায়িকা

নেট দুনিয়া কাঁপাচ্ছে মানিকে মাগে হিঠে গান। ভাইরাল হলেন সিংহলি গায়িকা

বর্তমানে নেট দুনিয়ায় যে গানটি সবথেকে জনপ্রিয়তা লাভ করেছে তাহলো “মানিকে মাগে হিঠে(Manike Mage Hithe)”। গত এক মাসে গানটি ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ার প্লাটফর্ম যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ইনস্টাগ্রামে বিপুল পরিমাণে ছড়িয়ে গেছে। গানটি মন কেড়ে নিয়েছে বাচ্চা থেকে বৃদ্ধ সকলেরই।

সম্প্রতি ভাইরাল হওয়া এই মানিকে মাগে হিঠে গানটি গেয়েছেন শ্রীলংকার সিংহলি গায়িকা ইওহানি ডি সিলভা। তিনি শ্রীলংকার জনপ্রিয় র‌্যাপার। তার বয়স ২৮ বছর। তিনি বেশ অনেকদিন ধরেই গানের সঙ্গে জড়িত। তিনি অনেক গান নিজেই লেখেন এবং সুর দিয়ে থাকেন। এর আগেও তার বেশ কিছু গান হিট করেছিল। তবে এবার তার গাওয়া মানিকে মাগে হিথে গানটি বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে। তার এই গানটি শুধু শ্রীলঙ্কায় সীমাবদ্ধ থাকেনি পাশাপাশি তা অন্যান্য দেশেও বেশ খ্যাতি অর্জন করেছে।

আরও পড়ুন – গরীবের ভগবান সোনু সুদ যোগ দিচ্ছেন রাজনীতিতে? জবাব দিলেন অভিনেতা

টলিউড থেকে বলিউডের তারকারাও এই গানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। বাংলা এবং হিন্দি ভাষার অনেক সঙ্গীতশিল্পীরাও খুব পছন্দ করেছেন এই গানটিকে। অল্প বয়সে অনেক ইউটিউবার যারা গান গেয়ে থাকেন তারাও নিজের নিজের ভাষায় এই গানটি নতুন করে গেয়ে ইউটিউবে আপলোড করেছে। গানটির ভাষা না বুঝলেও সুর এবং ছন্দ মন কেড়ে নিয়েছে সকলেরই। সম্প্রতি জানা গেছে বলিউড থেকেও ডাক পড়েছে ইওহানি র।

Previous articleপুনরায় পাথরের নমুনা সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে নাসার মার্স রোভার পার্সিভিয়ারেন্স
Next articleiPhone 13 লঞ্চের তারিখ? কবে থেকে প্রি-অর্ডার শুরু? জানুন বিশদে

1 COMMENT

Leave a Reply