পুনরায় পাথরের নমুনা সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে নাসার মার্স রোভার পার্সিভিয়ারেন্স

পুনরায় পাথরের নমুনা সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে নাসার মার্স রোভার পার্সিভিয়ারেন্স

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা মঙ্গল গ্রহের উপর অভিযান চালানোর জন্য এই বছরই লঞ্চ করেছিল তাদের অন্যতম মার্স রোভার পার্সিভিয়ারেন্স। বর্তমানে এই রোভারটি লালগ্রহের মাটি থেকে নমুনা সংগ্রহ করতে ব্যস্ত। যে নমুনা পৃথিবীতে ফিরিয়ে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে মঙ্গল গ্রহ সম্পর্কে নানান অজানা তথ্য জানতে পারবেন বিজ্ঞানীরা। যদিও লালগ্রহের পৃষ্ঠদেশ থেকে প্রথমবার নমুনা সংগ্রহ করতে ব্যর্থ হয় এই রোভার। প্রথম পর্যায় সফলতা অর্জন না করলেও ফের আরও একবার মঙ্গল গ্রহ থেকে পাথরের নমুনা সংগ্রহের জন্য প্রস্তুতি নিচ্ছে নাসার অন্যতম এই মার্স রোভারটি।

নমুনা সংগ্রহের দ্বিতীয় পর্যায়ের একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে এই রোভার। প্রথমবারের মতো এবারও পাথর খুঁড়ে নমুনা সংগ্রহ করবে নাসার পার্সিভিয়ারেন্স। মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে ‘Rochette‘ নামের একটি পাথর খন্ড থেকে নমুনা সংগ্রহ করা হবে এবং নমুনা সংগ্রহের জন্য গর্ত তৈরি করা হবে সেখানে। প্রথম পর্যায়ে পাথরের নমুনা পরীক্ষা করার পরই বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেবেন ওই অংশ থেকে নমুনা সংগ্রহ করা হবে কিনা সে বিষয়ে।

নাসার মঙ্গলগ্রহে পার্সিভিয়ারেন্স রোভার পাঠানোর মূল উদ্দেশ্য প্রাণের অস্তিত্বের সন্ধান। আর এই মিশনের জন্য নাসা মঙ্গল গ্রহের সবচেয়ে বিখ্যাত স্থান Jazero Crater কে বেছে নিয়েছেন। নাসার তরফ থেকে জানানো হয়েছে সাত ফুট লম্বা একটি রোবোটিক আর্ম ব্যবহার করে পাথরের উপর স্ক্রাপ করা হবে এরপরে বিজ্ঞানীদের দল সিদ্ধান্ত নেবেন সেখান থেকে নমুনা সংগ্রহ করা হবে কিনা। যদি সেখান থেকে নমুনা সংগ্রহ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় তারপরেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। এই নমুনা সংগ্রহ করতে মার্স রোভার তার নিজস্ব সাব সারফেস রাডার এবং রাডার ইমেজার ফর মার্স সারফেস এক্সপেরিমেন্ট ব্যবহার করবে এবং পাথরের মধ্যে গর্ত বানিয়ে সেখান থেকে নমুনা সংগ্রহ করবে।

যদিও মার্স রোভারের এটি দ্বিতীয় প্রচেষ্টা। এর পূর্বে ৬ আগস্ট প্রথমবার লালগ্রহের পৃষ্ঠদেশ থেকে নমুনা সংগ্রহের চেষ্টা করেছিল পার্সিভিয়ারেন্স। কিন্তু সেখানে ব্যর্থতাই হাতে আসে নাসার। ভঙ্গুর ও চূর্ণ-বিচূর্ণ শিলার কারণে রক স্যাম্পল সংগ্রহ করতে পারেননি তারা। প্রথমবারের প্রচেষ্টায় Citadelle নামের পাহাড়ের উঁচু টিলা থেকে নমুনা সংগ্রহের চেষ্টা করা হয়েছিল।

আরো পড়ুন-Falcon-9 উৎক্ষেপণের আগমুহূর্তের পরীক্ষায় সফলতা অর্জন SpaceX এর

নাসার মার্স রোভার পার্সিভিয়ারেন্সের সাথে থাকা Ingenuity হেলিকপ্টারটি বিজ্ঞানীদের সাহায্য করেছে রক স্যাম্পল সংগ্রহ করার সঠিক অবস্থান খুঁজে বার করতে। Ingenuity থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গল গ্রহের দক্ষিণভাগে অবস্থিত South Séítah এলাকায় অনেক পুরনো পাথর রয়েছে। যেখান থেকে নমুনা সংগ্রহ করলে মঙ্গল গ্রহের সৃষ্টি থেকে বর্তমান পর্যন্ত সময়সূচী সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন বিজ্ঞানীরা।

Previous articleFalcon-9 উৎক্ষেপণের আগমুহূর্তের পরীক্ষায় সফলতা অর্জন SpaceX এর
Next articleনেট দুনিয়া কাঁপাচ্ছে মানিকে মাগে হিঠে গান। ভাইরাল হলেন সিংহলি গায়িকা
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply