ভারত শ্রীলংকা দ্বিতীয় একদিনের ম্যাচ 2023- Highlights

ভারত শ্রীলংকা দ্বিতীয় একদিনের ম্যাচ 2023- Highlights

ভারত শ্রীলংকা দ্বিতীয় একদিনের ম্যাচ 2023: কলকাতায় দ্বিতীয় একদিনের ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলংকা। কিন্তু ক্রমাগত উইকেট হারানোর ফলে ২১৫ রানে অলআউট হয়ে যায় শ্রীলংকা। এরপর ভারত ব্যাটে নেমে ৪ উইকেটে ম্যাচটি জয়লাভ করেছে।

টস- শ্রীলঙ্কা টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

স্টেডিয়াম- ইডেন গার্ডেন, কলকাতা।

ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ

শ্রীলংকা- ২১৫/১০

শ্রীলংকা ব্যাটিংভারত বোলিং
ফানান্ড- ৫০(৬৩)কুলদীপ- ৩(৫১)
কুশল মেন্ডিস- ৩৪(৩৪)সিরাজ- ৩(৩০)

ভারত- ২১৯/৬

ভারত ব্যাটিংশ্রীলংকা বোলিং
KL রাহুল- ৬৪(১০৩)করুনারত্নে- ২(৫১)
হার্দিক পান্ডিয়া- ৩৬(৫৩)লাহিরু কুমারা- ২(৬৪)

ভারত শ্রীলংকা দ্বিতীয় একদিনের ম্যাচ 2023- watch full match Highlights

Previous articleমহাকাশের সব গ্রহই গোলাকার কেন? উত্তর জানালেন বিজ্ঞানীরা
Next articleবিশ্বের দীর্ঘতম ক্রুজ MV গঙ্গা বিলাস, উদ্বোধন হবে ১৩ জানুয়ারি
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply