ভারত শ্রীলংকা দ্বিতীয় একদিনের ম্যাচ 2023: কলকাতায় দ্বিতীয় একদিনের ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলংকা। কিন্তু ক্রমাগত উইকেট হারানোর ফলে ২১৫ রানে অলআউট হয়ে যায় শ্রীলংকা। এরপর ভারত ব্যাটে নেমে ৪ উইকেটে ম্যাচটি জয়লাভ করেছে।
টস- শ্রীলঙ্কা টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
স্টেডিয়াম- ইডেন গার্ডেন, কলকাতা।
ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ
শ্রীলংকা- ২১৫/১০
শ্রীলংকা ব্যাটিং | ভারত বোলিং |
---|---|
ফানান্ড- ৫০(৬৩) | কুলদীপ- ৩(৫১) |
কুশল মেন্ডিস- ৩৪(৩৪) | সিরাজ- ৩(৩০) |
ভারত- ২১৯/৬
ভারত ব্যাটিং | শ্রীলংকা বোলিং |
---|---|
KL রাহুল- ৬৪(১০৩) | করুনারত্নে- ২(৫১) |
হার্দিক পান্ডিয়া- ৩৬(৫৩) | লাহিরু কুমারা- ২(৬৪) |
ভারত শ্রীলংকা দ্বিতীয় একদিনের ম্যাচ 2023- watch full match Highlights
[…] […]