বিশ্বের দীর্ঘতম ক্রুজ MV গঙ্গা বিলাস, উদ্বোধন হবে ১৩ জানুয়ারি

বিশ্বের দীর্ঘতম ক্রুজ MV গঙ্গা বিলাস, উদ্বোধন হবে ১৩ জানুয়ারি

বিশ্বের দীর্ঘতম ক্রুজ MV গঙ্গা বিলাস: পৃথিবীর বৃহত্তম নদী যাত্রা উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ১৩ জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে। এই নদী ভ্রমণ চলবে ৫১ দিন ভারতের আটটি রাজ্য হয়ে বাংলাদেশের ঢাকা শহর পর্যন্ত যাত্রা করবে। ৫১ দিনের এই বিলাসবহুল ভ্রমনে ৫০ টুরিস্ট স্পট যাত্রা করবে এই জাহাজ টি।

এই জাহাজটি তিন তালা বিশিষ্ট একটি জাহাজ, বর্তমানে এই জাহাজটি ৩৬ জুন টুরিস্ট নিয়ে ঘুরতে সক্ষম। প্রথমবার যে যাত্রাটি করবে জাহাজটি সেখানে ৩২ জন সুইজারল্যান্ডের নাগরিক রয়েছেন যারা এই জাহাজের সম্পূর্ণ যাত্রায় থাকবেন। এই জাহাজ টি নির্মিত হয়েছে প্রধানত ভারতের ঐতিহাসিক স্থাপত্য ও টুরিস্ট স্পটগুলিকে দেখানোর জন্য। জাতীয় উদ্যান, নদীর ঘাট এবং বড় শহর যেমন বিহারের পাটনা, ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ, পশ্চিমবঙ্গের কলকাতা, বাংলাদেশের ঢাকা এবং আসামের গুয়াহাটি পর্যন্ত যাত্রা করবে এই জাহাজ।

আরো পড়ুন- Climate change: হিমবাহ বিলুপ্তির পথে! প্রবল বিপদের সম্মুখীন হতে পারে পৃথিবী

এই জাহাজটি যে নদীগুলি অতিক্রম করবে সেগুলি হল, ভাগীরথী নদী, হুগলি নদী, মালাটা, সুন্দরবন এরপর বাংলাদেশের প্রবেশ করে পদ্মা, যমুনা, মেঘনা ও আসামের বহুমূত্র নদীর মাধ্যমে এর যাত্রা শেষ করবে। এই MV গঙ্গা বিলাস উত্তরপ্রদেশের বারানসি থেকে বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ হয়ে আসামের ডিব্রুগড়ে যাত্রা শেষ করবে।

Previous articleভারত শ্রীলংকা দ্বিতীয় একদিনের ম্যাচ 2023- Highlights
Next articleJems Webb Space Telescope: পৃথিবীর সাথে হুবহু মিল, নতুন এক্সোপ্ল্যানেট খুঁজে পেল জেমস ওয়েব
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply