শাস্তির মুখে পরলো ভারত ও ইংল্যান্ড ক্রিকেট দল

শাস্তির মুখে পরলো ভারত ও ইংল্যান্ড ক্রিকেট দল

Eng Vs Ind test series 2021: সদ্য সমাপ্ত হয়েছে ইংল্যান্ড বনাম ভারত প্রথম টেস্ট ম্যাচ। যে টেস্ট ম্যাচ বৃষ্টি বিঘ্নিত হওয়ায় ড্র হয়ে যায়। কিন্তু ড্র হওয়া সত্ত্বেও আইসিসি শাস্তির মুখে পড়তে হলো দুই দেশের ক্রিকেট দলকে। এমনকি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২১-২০২৩ সিজেনের পয়েন্ট টেবিল থেকে ২ পয়েন্ট কাটা হলো দুই দেশের। কিন্তু কেন আইসিসির শাস্তির মুখে পড়তে হলো বিরাট ও রুট বাহিনীকে।

পয়েন্ট কাটবার কারণ আইসিসি সাংবাদিক বিবৃতি দিয়ে কারণগুলি প্রকাশ করেছে। প্রসঙ্গত ইংল্যান্ডে প্রথম টেস্ট ম্যাচে দুই দেশের অধিনায়ক স্লো-ওভার রেটের কবলে পড়ে। এই কারণে দুই দেশের প্রত্যেকটি খেলোয়াড়ের ম্যাচ ফ্রী ৪০% কেটে নেওয়া হয়। কিন্তু শাস্তির প্রকোপ এখানেই থেমে থাকেনি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও এর প্রভাব পড়ে। যার কারণে ২ পয়েন্ট কেটে নেওয়া হয় দুটি দেশের।

আরো পড়ুন- সরে দাঁড়াচ্ছেন রবি শাস্ত্রী, পরিবর্তন হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের সমস্ত কোচিং স্টাফের

অনফিল্ড এর দুজন আম্পায়ার ও থার্ড আম্পায়ারের রিপোর্টের ভিত্তিতে আইসিসি এই সিদ্ধান্ত নিয়েছে। ইংল্যান্ডের নটিংহাম টেস্টে নির্ধারিত সময় অনুযায়ী দুই ওভার পিছিয়ে ছিল দুই দেশের অধিনায়ক। ফলে আইসিসির কোড অফ কন্ডাক্ট এর নিয়ম অনুযায়ী শাস্তির মুখে পরল দুই দেশ। দুই দেশের অধিনায়কই এই শাস্তি মেনে নেওয়ায় পরবর্তী কোন হেয়ারিংয়ের দরকার হয়নি। টুইটারে আইসিসির তরফ থেকে এই বিষয়ে লেখা হয়েছে, “নটিংহ্যাম টেস্টে ধীর ওভার রেটের জন্য ইংল্যান্ড এবং ভারত তাদের আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২১-২৩ ট্যালি থেকে দুটি করে পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।”

Twitter source- Icc

বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২১-২৩ সিজেনের পয়েন্ট টেবিলে ভারত এবং ইংল্যান্ড দুই দলই ২ পয়েন্ট করে পেয়েছেন। যেহেতু টেস্ট ম্যাচ ড্র হয়ে গিয়েছে সেই কারণে নির্ধারিত ৪ পয়েন্ট পাওয়ার কথা ছিল দুই দেশের। ইংল্যান্ড বনাম ভারত দ্বিতীয় টেস্ট ম্যাচ ও ক্রিকেটের যাবতীয় সংবাদের জন্য আমাদের ওয়েবসাইট কে ফলো করুন।

Previous article‘তবুও তোমার দরকার নেই’- টুইটারে লিখলেন জসপ্রিত বুমরা
Next articleলর্ডসে গিয়ে হৃদয়বিদারক বার্তা দিলেন সৌরভ গাঙ্গুলী
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply