লর্ডসে গিয়ে হৃদয়বিদারক বার্তা দিলেন সৌরভ গাঙ্গুলী

লর্ডসে গিয়ে হৃদয়বিদারক বার্তা দিলেন সৌরভ গাঙ্গুলী

লর্ডস তার খুবই চেনা জায়গা, টেস্ট ম্যাচ অভিষেক থেকে শুরু করে সৌরভ গাঙ্গুলীর বহু ইতিহাসের সাক্ষী রয়েছে ইংল্যান্ডের লর্ডস ক্রিকেট গ্রাউন্ড। ইংল্যান্ড বনাম ভারত দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিন লর্ডস স্টেডিয়ামে দেখা গেল সৌরভ গাঙ্গুলীকে। চেনা গ্রাউন্ডে ফিরে পুরনো স্মৃতি একবার জাগিয়ে নিলেন সৌরভ গাঙ্গুলী। নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে কিছু ছবির সঙ্গে হৃদয়বিদারক বার্তা লিখলেন সৌরভ গাঙ্গুলী।

এই লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ১৯৯৬ সালে প্রথমবার ভারতের হয়ে টেস্ট ম্যাচে অভিষেক হয় সৌরভ গাঙ্গুলীর। যে ম্যাচে সেঞ্চুরি করেছিলেন সৌরভ। এরপর ভারতের অধিনায়ক হয়ে লর্ডসে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনাল জিতে ছিল সৌরভের ভারত। যেই ফাইনাল জেতার পর লর্ডসের ঐতিহাসিক ব্যালকনি থেকে জার্সি খুলে উড়িয়ে ছিলেন সৌরভ গাঙ্গুলী। বর্তমানে আবার তিনি লর্ডসে গেলেন তবে এবার বিসিসিআই সভাপতি রূপে।

ইনস্টাগ্রামে সৌরভ গাঙ্গুলী লিখেছেন, “এখানে ১৯৯৬ সালে প্রথম খেলোয়াড় হিসেবে এসেছিলাম.. এবং তারপর অধিনায়ক হিসেবে … আজকে লর্ডসে খেলাটি উপভোগ করছি একজন প্রশাসক হিসেবে.. ভারত সব সময়ই ভালো অবস্থানে ছিল এবং আছে … এটাই হলো ক্রিকেট জাঁকজমকপূর্ণ।”

সৌরভ গাঙ্গুলীর ইনস্টাগ্রাম পোস্ট

Instagram source- Sourav Ganguly

আরো পড়ুন- পরিবর্তন হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের সমস্ত কোচিং স্টাফের

সৌরভ গাঙ্গুলী ও জিওফ্রে বয়কট
সৌরভ গাঙ্গুলী ও জিওফ্রে বয়কট
Image credit- Rajeev Shukla (Twitter)

বৃহস্পতিবার ভারত ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিন সৌরভ গাঙ্গুলির সঙ্গে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ ছিলেন। এছাড়া সৌরভ গাঙ্গুলির একটি ছবিও ভাইরাল হয়, যেখানে সৌরভের সঙ্গে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জিওফ্রে বয়কটকে দেখা গেছে। যারা জানেন না তাদের জন্য বলে রাখি জিওফ্রে বয়কট একজন বড় ভক্ত সৌরভ গাঙ্গুলীর। সৌরভ গাঙ্গুলী কে “প্রিন্স অফ ক্যালকাটা” নামটা স্যার জিওফ্রে বয়কটেরই দেওয়া। তিনি প্রথম সৌরভ গাঙ্গুলী কে প্রিন্স অফ ক্যালকাটা বলে সম্বোধন করেন। লর্ডসে এই দুই কিংবদন্তির দীর্ঘক্ষন কথা-বার্তা হয়, যার ছবি সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল।

Previous articleশাস্তির মুখে পরলো ভারত ও ইংল্যান্ড ক্রিকেট দল
Next articleভিডিও: সেঞ্চুরি করে ফিরে আসার পর কেএল রাহুল কে সম্বন্ধনা সাজঘরে
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply